বাসস
  ২৩ জুলাই ২০২৫, ১২:৩৫

নির্বাচনে ভরাডুবির পর পদত্যাগের পরিকল্পনা জাপানের প্রধানমন্ত্রীর

ঢাকা, ২৩ জুলাই, ২০২৫ (বাসস) : জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা শিগগিরই পদত্যাগের ঘোষণা দিতে যাচ্ছেন। 

বুধবার স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে এ তথ্য জানানো হয়। খবর এএফপি’র।

পার্লামেন্টের উচ্চকক্ষে নির্বাচনী বিপর্যয়ের ফলে ইশিবার জোট সংখ্যাগরিষ্ঠতা হারায়। এ কারণেই এ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। 

প্রতিবেদনগুলোতে বলা হয়, বুধবার যুক্তরাষ্ট্র-জাপান বাণিজ্য চুক্তি ঘোষণার পর ইশিবা তার ঘনিষ্ঠদের কাছে পদত্যাগের ইচ্ছার কথা জানান।