বাসস
  ২২ জুলাই ২০২৫, ১৫:৪১

অপরাধমূলক নেটওয়ার্কের নেতৃত্ব দেওয়ায় শ্রীলঙ্কার পুলিশ প্রধান বরখাস্ত হচ্ছেন

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস): অভিশংসন শুনানিতে একটি অপরাধমূলক নেটওয়ার্কের নেতৃত্ব দেওয়ার জন্য দোষী সাব্যস্ত হওয়ার পর পুলিশ প্রধানকে বরখাস্ত করা হচ্ছে। শ্রীলঙ্কার সংসদের স্পিকার একথা জানিয়েছেন।

কলম্বো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দেশটির ৮৫ হাজার পুলিশ সদস্যের একটি শক্তিশালী বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য অযোগ্য বলে বিবেচিত হওয়ার পর ইন্সপেক্টর-জেনারেল দেশবান্দু টেন্নাকুন দেশটির ইতিহাসে প্রথম অভিশংসিত পুলিশ প্রধান হবেন।

স্পিকার জগৎ বিক্রমারত্নে বলেন, সংসদ কর্তৃক নিযুক্ত তিন সদস্যের একটি কমিটি সর্বসম্মতিক্রমে টেন্নাকুনকে তার বিরুদ্ধে আনা অভিযোগের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে।

তিনি বলেন, ‘এটি আমাদের সাংবিধানিক যাত্রার একটি ঐতিহাসিক মুহূর্ত, ইতিহাসে প্রথমবারের মতো এই ধরনের একটি কমিটি একজন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশকে অপসারণের সুপারিশ করে তাদের অনুসন্ধান জমা দিয়েছে’।

২২৫ সদস্যের সংসদে অভিশংসনের জন্য ভোটাভুটি অনুষ্ঠিত হবে এবং এটি পাস হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের সরকার দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।

শ্রীলঙ্কার সর্বোচ্চ আদালত রায় দিয়েছে যে, তিনি হেফাজতে থাকা একজন সন্দেহভাজন ব্যক্তির যৌনাঙ্গে নির্যাতন করেছিলেন।  তা সত্ত্বেও ২০২৩ সালের নভেম্বরে টেন্নাকুনকে পুলিশ প্রধান নিযুক্ত করা হয়।

তার বিরুদ্ধে ২০২৩ সালে একটি দুর্ভাগ্যজনক অভিযানের অনুমোদন দেওয়ার অভিযোগও রয়েছে, যা উপকূলীয় রিসোর্ট শহর ওয়েলিগামায় প্রতিদ্বন্দ্বী পুলিশ ইউনিটগুলোর মধ্যে বন্দুকযুদ্ধের সূত্রপাত করে এবং একজন অফিসারের মৃত্যু ঘটায়।

শ্রীলঙ্কার সর্বোচ্চ আদালত ২০২৪ সালের জুলাই মাসে তাকে বরখাস্ত করে, প্রাক্তন প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের নিয়োগের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা একটি পৃথক মামলার ফলাফলের অপেক্ষায় রয়েছে।

একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী এই বছর আদালতকে জানিয়েছেন যে, টেন্নাকুন ‘একটি অপরাধমূলক নেটওয়ার্কের প্রধান’ ছিলেন।

স্বাধীন জাতীয় পুলিশ কমিশন পুলিশ বাহিনীর দ্বিতীয় কর্মকর্তা, সিনিয়র ডেপুটি ইন্সপেক্টর জেনারেল নীলান্ত জয়াবর্ধনেকে বরখাস্ত করার কয়েকদিন পর টেন্নাকুনের বিরুদ্ধে এই সর্বশেষ পদক্ষেপ নেওয়া হল।

২০১৯ সালের ইস্টার সানডে বোমা হামলায় অবহেলার কারণে ২৭৯ জন নিহত হওয়ার জন্য জয়াবর্ধনেকে বরখাস্ত করা হয়েছে।