শিরোনাম
ঢাকা, ২১ জুলাই, ২০২৫ (বাসস) : পশ্চিম ইকুয়েডরে রোববার একটি পিকআপ ট্রাক ও একটি স্পোর্ট ইউটিলিটি বাহনের (এসইউভি) মধ্যে মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে নয় জন নিহত ও দুই জন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মন্টেক্রিস্টি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
পানামা টুপি তৈরির জন্য বিখ্যাত উপকূলীয় শহর মান্তা এবং এর নিকটবর্তী শহর মন্টেক্রিস্টির সংযোগকারী মহাসড়কে স্থানীয় সময় সকাল ৫টায় এই দুর্ঘটনা ঘটে।
ইকুয়েডরের ট্র্যাফিক কমিশনের একজন তদন্তকারী জুয়ান কার্লোস মার্টিলো সাংবাদিকদের বলেন, ‘এই ঘটনায় ট্রাফিক আইন লঙ্ঘন করা হয়েছে বলে আমরা ধারণা করছি।’
স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে ছয় বছর ও ১১ বছর বয়সী দুই শিশুও রয়েছে।
মার্টিলো বলেন, নিহতদের সংখ্যা বিবেচনা করে ধারণা করা হচ্ছে যে, কমপক্ষে একটি গাড়িতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল।
ইকুয়েডরে মৃত্যুর প্রধান কারণগুলোর মধ্যে একটি হলো সড়ক দুর্ঘটনা।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শুধুমাত্র চলতি ২০২৫ সালের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে দক্ষিণ আমেরিকার এই দেশটিতে ৪ হাজার ৭শ’ ৫৬টি সড়ক দুর্ঘটনা ঘটেছে যার মধ্যে ৫শ’ ৬৫ জন নিহত হয়েছে।
গত বছর সড়ক দুর্ঘটনায় প্রায় ২ হাজার ৩শ’ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে, যার এক-তৃতীয়াংশেরও বেশি ঘটেছে চালকের অনভিজ্ঞতা বা বেপরোয়ার কারণে।