শিরোনাম
ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস): গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানিয়েছে, রোববার গাজার উত্তরাঞ্চলে ত্রাণ সংগ্রহের জন্য অপেক্ষমাণ ফিলিস্তিনি নাগরিকদের ওপর ইসরাইলি বাহিনী গুলির্বর্ষণে ৫৭ জন নিহত হয়েছেন।
গাজা শহর থেকে এএফপি জানায়, বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, ইসরাইলি বাহিনী গাজার উত্তরাঞ্চলে ত্রাণের জন্য অপেক্ষায় থাকা বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালিয়েছে। এতে এখন পর্যন্ত ৫৭ জন নিহত এবং ডজনখানেক আহত হয়েছেন।
এ ঘটনায় ইসরাইলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।