বাসস
  ১৯ জুলাই ২০২৫, ২৩:৫৪

সিরিয়া-ইসরাইল যুদ্ধবিরতিকে স্বাগত জানালো ইইউ, নাগরিকদের সুরক্ষা প্রদানের আহ্বান

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়া ও ইসরাইলের মধ্যে হওয়া যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইউরোপীয় দেশগুলোর এ সংস্থাটি বলেছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলের দ্রুজ-প্রধান এলাকায় ভয়াবহ সাম্প্রদায়িক সহিংসতায় ইসরাইলি হামলার ঘটনায় তারা ‘বিস্মিত’।

ব্রাসেলস থেকে এএফপি জানায়, ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, এখনই সংলাপ ও একটি সত্যিকারের অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক রূপান্তর এগিয়ে নেওয়ার সময়। সিরিয়ার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের দায়িত্ব হলো কোনো ভেদাভেদ না করে সব সিরীয় নাগরিকের সুরক্ষা নিশ্চিত করা।

ইইউ আন্তর্জাতিক আইনের ‘গুরুতর লঙ্ঘনের’ সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনার দাবিও জানিয়েছে।