বাসস
  ১৯ জুলাই ২০২৫, ২৩:৫০

সিরিয়ার দ্রুজ-প্রধান এলাকায় সহিংসতায় নিহত বেড়ে ৯৪০ : পর্যবেক্ষক সংস্থা

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : দ্রুজ সংখ্যালঘুদের ঘাঁটি হিসেবে পরিচিত সিরিয়ার দক্ষিণাঞ্চলের সুয়াইদা প্রদেশে সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে ৯৪০ জনে দাঁড়িয়েছে।

শনিবার যুদ্ধ পর্যবেক্ষণকারী একটি সংস্থা এ তথ্য জানিয়েছে। সহিংসতা ভয়াবহ রূপ ধারণ করার পর শনিবার সিরিয়া-ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতিও হয়েছে।

দামেস্ক থেকে এএফপি জানায়, যুক্তরাজ্যিভিত্তিক পর্যবেক্ষণ সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, নিহতদের মধ্যে ৩২৬ জন দ্রুজ যোদ্ধা এবং ২৬২ জন দ্রুজ বেসামরিক ব্যক্তি রয়েছে। তাদের মধ্যে ১৮২ জনকে প্রতিরক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ বাহিনী বেআইনিভাবে হত্যা করেছে।

এ ছাড়া নিহতদের মধ্যে  ৩১২ জন সরকারি নিরাপত্তা বাহিনীর সদস্য এবং ২১ জন সুন্নি বেদুইন রয়েছে। তাদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিককে  দ্রুজ যোদ্ধারা বেআইনিভাবে হত্যা করেছে বলে  জানায় সংস্থাটি।

সংস্থাটি আরও জানায়, ইসরাইলি হামলায় সরকারপন্থি বাহিনীর আরও ১৫ জন সদস্য নিহত হয়েছেন।