বাসস
  ১৯ জুলাই ২০২৫, ১৯:৫৯

ইরানে ধর্ষণের দায়ে তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর

ঢাকা, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : ইরানের উত্তরাঞ্চলে ধর্ষণের দায়ে তিন ব্যক্তির মৃত্যুদণ্ডপ্রাপ্ত কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ।

তেহরান থেকে এএফপি জানায়, শনিবার স্থানীয় বিচার বিভাগীয় প্রধান হায়দার আসিয়াবির বরাতে মিজান অনলাইন নিউজ ওয়েবসাইটে বলা হয়, উত্তরাঞ্চলীয় শহর গোরগানের কারাগারে আজ সকালে ধর্ষণের দায়ে দণ্ডিত তিন ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

ইরানে হত্যাও ধর্ষণ মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের মতে, মৃত্যুদণ্ড কার্যকরের ক্ষেত্রে ইরান বিশ্বের মধ্যে চীনের পরেই অবস্থান করছে।

আসিয়াবি বলেন, তিনজন নারী ধর্ষণের অভিযোগ করার পর তিন সদস্যের এই দলটিকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। তবে তিনি এ ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি।

ইসলামি প্রজাতন্ত্র ইরানে সাধারণত ভোরে ফাঁসির দণ্ড কার্যকর করা হয়। যদিও বেশিরভাগ ফাঁসি কারাগারে কার্যকর করা হলেও তা চলতি মাসের শুরুতে উত্তর-পশ্চিমাঞ্চলে এক ব্যক্তিকে জনসমক্ষে ফাঁসি দেওয়া হয়। ওই ব্যক্তির বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষণ ও হত্যার অভিযোগ ছিল। ওই ঘটনার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ দেখা যায়।