শিরোনাম
ঢাকা, ১৯ জুলাই, ২০২৫ (বাসস) : ইসরাইলি বাহিনী গাজার দক্ষিণাঞ্চলে দু’টি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে হামলা চালিয়েছে। এ হামলায় ২৬ জন ফিলিস্তিনি নিহত এবং একশ জনেরও বেশি আহত হয়েছে বলে জানা গেছে। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা শনিবার এ তথ্য জানিয়েছে।
গাজা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল এএফপিকে বলেছেন, খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমে একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ইসরাইলি বাহিনীর গুলিতে ২২ জন এবং রাফাহের উত্তর-পশ্চিমে একটি কেন্দ্রের কাছে চারজন নিহত হয়েছেন। তিনি হামলার জন্য ইসরাইলি বাহিনীকে দায়ী করেছেন।