বাসস
  ১৮ জুলাই ২০২৫, ১৪:৪২

সিরিয়ার সুয়েইদা শহরে ইসরাইলের হামলা 

ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : ইসরাইলি বাহিনী বৃহস্পতিবার সিরিয়ার দ্রুজ অধ্যুষিত শহর সুয়েইদার কাছে হামলা চালিয়েছে বলে জানা গেছে। 

স্থানীয় যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষের পর সিরিয়ার সরকারি বাহিনী প্রত্যাহারের পর এই অঞ্চলে এটিই ইসরাইলের প্রথম হামলা। সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

দামেস্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সানা জানিয়েছে, ‘ইসরাইল সুয়েইদা শহরের উপকণ্ঠে একটি বিমান হামলা চালিয়েছে।’

বৃহস্পতিবার দ্রুজ যোদ্ধাদের সাথে মারাত্মক সংঘর্ষের পর ইসরাইলি হামলা ও এলাকা থেকে পিছু হটার জন্য কূটনৈতিক চাপের পর সিরিয়ার বাহিনী সুয়েইদা থেকে প্রত্যাহার করা হয়।