বাসস
  ১০ জুলাই ২০২৫, ১১:৪০

কিয়েভে রাশিয়ার হামলায় অন্তত ১১ জন আহত

ঢাকা, ১০ জুলাই, ২০২৫ (বাসস): ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার চালানো ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১১ জন আহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ বৃহস্পতিবার ভোরে জানিয়েছে। একইসাথে রাজধানীতে নতুন ক্ষেপণাস্ত্র হামলার সতর্কতা জারি করা হয়েছে।

কিয়েভ, ইউক্রেন থেকে বার্তা সংস্থা এএফপি জানায়,  নগরীর মেয়র ভিটালি ক্লিচকো টেলিগ্রামে বলেছেন, শত্রুপক্ষের ইউএভি (ড্রোন) এখনো শহরের দিকে এগোচ্ছে, রাজধানীতে আক্রমণ চলমান রয়েছে।

কিয়েভে অবস্থানরত এএফপি সাংবাদিকরা জানান, পুরো রাতজুড়ে শহরের আকাশে বিস্ফোরণের শব্দ প্রতিধ্বনিত হয়েছে এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থার আলো দেখা গেছে।

মেয়র ক্লিচকো জানান, প্রাথমিকভাবে পাঁচজন আহত হয়েছেন, যাদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো পরে জানান, আহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে।

সামরিক প্রশাসন জানিয়েছে, শত্রুপক্ষ ব্যালিস্টিক অস্ত্র ব্যবহার করতে পারে এমন হুমকি রয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী পরে জানিয়েছে, একদল ক্ষেপণাস্ত্র পূর্ব দিক থেকে কিয়েভের দিকে এগিয়ে আসছে।

রাজধানীর বহু বাসিন্দা একটি কেন্দ্রীয় মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছেন বলে এএফপি প্রতিবেদক জানিয়েছেন। তারা ম্যাট বিছিয়ে, পোষা প্রাণী শান্ত করে এবং ক্যাম্পিং চেয়ারে বসে রাত পার করছেন।

ক্লিচকো জানান, সলোমিয়ানস্কি ও শেভচেনকিভস্কি জেলায় পড়ে যাওয়া ধ্বংসাবশেষে ভবনে আগুন ধরে গেছে। এছাড়া দারনিতস্কি জেলায় গ্যারেজ ও একটি গ্যাস স্টেশনেও আগুন লাগে।

সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো বাসিন্দাদের উদ্দেশ্যে হামলার ছবি ও ভিডিও না তুলতে এবং তা ছড়ানো থেকে বিরত থাকতে বলেছেন।

তিনি বলেন, হামলার ছবি তোলার চেয়ে আপনার জীবন ও স্বাস্থ্য গুরুত্বপূর্ণ। শত্রুপক্ষ আপনার তোলা এসব ছবির অপব্যবহার করতে পারে।

এ হামলার মাত্র একদিন আগেই রাশিয়া ইউক্রেনে গত তিন বছরের মধ্যে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল, যাতে অন্তত একজন বেসামরিক নাগরিক নিহত হয়।

এই ধারাবাহিক আক্রমণ ইউক্রেনের দুর্বল বিমান প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি ও  জনসাধারণের মধ্যে আতঙ্ক ও ক্লান্তি তৈরি করছে।

চলতি বছর রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি দুই দফা আলোচনা হয়েছে। যার ফলে বন্দি বিনিময় কিছুটা বেড়েছে। তবে যুক্তরাষ্ট্র ও ইউক্রেন প্রস্তাবিত যুদ্ধবিরতির বিষয়ে কোনো অগ্রগতি হয়নি।

এই প্রেক্ষাপটে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বৃহস্পতিবার মালয়েশিয়ায় আসিয়ান সম্মেলনের ফাঁকে বৈঠক করবেন।