শিরোনাম
ঢাকা, ৯ জুলাই, ২০২৫ (বাসস) : রাশিয়া ইউক্রেনে তিন বছরেরও বেশি সময় ধরে চলা আগ্রাসনের মধ্যে সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। মূলত দেশটির পশ্চিমাঞ্চলকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।
কিয়েভ বুধবার একথা জানিয়েছে।
ইউক্রেনের বিমান বাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, রাশিয়া ৭২৮টি ড্রোন ও ১৩টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
ইউক্রেনের বিমান বাহিনী আরও জানিয়েছে যে, তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ৭১১টি ড্রোনকে বাধা দিয়েছে এবং কমপক্ষে সাতটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে।