বাসস
  ০৯ জুলাই ২০২৫, ১৩:০৭

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৯

ঢাকা, ৯ জুলাই, ২০২৫ (বাসস) : ফিলিস্তিনি ভূখণ্ডে মঙ্গলবার ইসরায়েলি হামলায় ২৯ জন নিহত হয়েছে। 

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি মঙ্গলবার একথা জানিয়েছে।

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসালের মতে, নিহতদের মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিসের কাছে বাস্তুচ্যুতদের জন্য একটি শিবিরে ড্রোন হামলায় নয় জনও রয়েছে।

আল-সানাবেল শিবিরের বাসিন্দা ৩০ বছর বয়সী শাইমা আল-শায়ের এএফপিকে বলেন, ‘আমি আমার তাঁবুর সামনে আমার চার সন্তানের জন্য নাস্তা তৈরি করছিলাম-বিন ও কিছুটা শুকনো রুটি। এ সময় হঠাৎ একটি বিস্ফোরণ ঘটে।’

তিনি আরও বলেন, ‘ধোঁয়া ও ধুলোয় এলাকা ভরে গেল। ধ্বংসাবশেষ ও পাথর চারদিক থেকে উড়ে এসে আমাদের তাঁবুতে আঘাত করে।’

শাইমা বলেন, ‘এতে পার্শ্ববর্তী তাঁবুর সামনে খেলাধুলায়রত চার শিশু আহত হয়েছে। আমি শহীদদের বহনকারী লোকজনকে দেখতে পেয়েছি। আামরা জানি না, কোথা থেকে এই লাশ আসছে। বোমা হামলা অব্যাহত রয়েছে।’
বাসাল বলেন, মঙ্গলবার গাজা উপত্যকায় আরও ছয়টি হামলায় কমপক্ষে তিন শিশু ও দুই নারীসহ আরও ২০ জন নিহত হয়েছেন।

এএফপির সাথে যোগাযোগ করা হলে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করা হয়নি।

এর আগে সেনাবাহিনী ঘোষণা করেছিল যে, উত্তর গাজায় তাদের পাঁচ সৈন্য নিহত ও আরও দুজন গুরুতর আহত হয়েছে।

গাজা উপত্যকায় গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা আরোপ ও এলাকায় প্রবেশের অসুবিধার কারণে, এএফপি নিহতের সংখ্যা ও সংশ্লিষ্ট পক্ষগুলোর বিবরণ স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি ইসলামপন্থী আন্দোলন হামাসের আক্রমণের ফলে এই যুদ্ধ শুরু হয়।

সরকারি তথ্যের ভিত্তিতে এএফপির গণনা অনুসারে, এই হামলার ফলে ইসরায়েলি পক্ষের ১ হাজার ২১৯ জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।