বাসস
  ০৪ জুলাই ২০২৫, ২০:২০

দ্বিতীয়বারের মতো মঞ্চে ফিরছে ওয়েসিস, ব্রিটেনজুড়ে উন্মাদনা

ঢাকা, ৪ জুলাই, ২০২৫ (বাসস) : বিখ্যাত ব্রিটিশ পপব্যান্ড ওয়েসিস প্রায় ১৬ বছর পর শুক্রবার পুনর্মিলনী সঙ্গীত সফরের সূচনা করতে যাচ্ছে, আর সেই মুহূর্তের অপেক্ষায় হাজার হাজার ভক্ত জড়ো হয়েছেন ওয়েলসের রাজধানী কার্ডিফে।

যুক্তরাজ্যের কার্ডিফ থেকে এএফপি জানায়, ওয়েলসের প্রিন্সিপালিটি স্টেডিয়ামে পরপর দুই রাতব্যাপী কনসার্ট দিয়ে ব্যান্ডটির ৪১টি শো নিয়ে বিশাল এই ট্যুর শুরু হচ্ছে, যা যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া ও ব্রাজিলসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়বে।

৩৭ বছর বয়সী ফরাসি ওয়াইন কোম্পানির কাস্টমার সার্ভিস ম্যানেজার শার্লট অ্যাবিসে বললেন, ‘আমি জানি, আমি জীবনের অন্যতম সেরা মুহূর্তের মুখোমুখি হতে যাচ্ছি।’

তিনি জানান, ‘২৫ বছর ধরে ওয়েসিসের ভক্ত আমি, কিন্তু কোনোদিন তাদের কনসার্ট দেখতে পারিনি। আজ এত বছর পর টিকিট পেয়ে আমি আবেগে ভেঙে পড়েছি।’

পূর্বের তিক্ততা ভুলে দুই ভাই লিয়াম ও নোয়েল গ্যালাঘার একসঙ্গে মঞ্চে ফিরছেন ওয়েসিস লাইভ ‘২৫ সফরের মাধ্যমে। আগামী ১১ জুলাই থেকে নিজেদের শহর ম্যানচেস্টারে পাঁচটি শো এবং পরবর্তীতে লন্ডনের ওয়েম্বলি, এডিনবরার মারিফিল্ড এবং ডাবলিনের ক্রোক পার্কে আরও কয়েকটি কনসার্টের মধ্য দিয়ে যুক্তরাজ্য ও আয়ারল্যান্ড সফর শেষ হবে।

যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা, ইউরোপসহ বিশ্বের নানা প্রান্ত থেকে ভক্তরা এই সফরের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ভিড় করছেন।

নিউইয়র্ক থেকে আসা মার্ক ক্যাসিডি বলেন, ‘শুধু এই কনসার্টের জন্যই এসেছি। আমরা দারুণ রোমাঞ্চিত।’

কার্ডিফের শহরজুড়ে ছড়িয়ে পড়েছে ওয়েসিসের টি-শার্ট পরা মানুষের ঢল। ব্যান্ডের গানে মুখরিত হয়েছে শহরের পাব ও রাস্তাঘাট।

ভক্ত কিরা (২৫) জানান, তিনি একাই ১৩০ পাউন্ড খরচ করে ব্যান্ডটির হুডি, পোস্টার ও টি-শার্ট কিনেছেন।

আরেক ভক্ত কায়লা বললেন, ‘আমরা আগেই প্রথম দিনের টিকিট কেটে ফেলেছিলাম, যাতে তারা আবার ঝগড়া করে ব্যান্ড ভেঙে দেওয়ার আগেই কনসার্টটি দেখা যায়!’

২০০৯ সালে মারাত্মক ঝগড়ার পর ব্যান্ডটি ভেঙে যায়। এরপর দীর্ঘ দশকের বেশি সময় দুই ভাই একে অপরকে নিয়ে কটাক্ষ করে গেছেন।

গত বছরের আগস্টে ‘ডেফিনিটিলি মেবি’ অ্যালবামের ৩০ বছর পূর্তির কয়েকদিন আগে ওয়েসিস তাদের পুনর্মিলনী ট্যুর ঘোষণা করে।

কিন্তু টিকিটের চাহিদা এতটাই বেড়ে যায় যে, হঠাৎ মূল্যবৃদ্ধিতে ক্ষোভে ফেটে পড়েন ভক্তরা। প্রতিযোগিতা বিষয়ক ব্রিটিশ কর্তৃপক্ষ এই নিয়ে আইনি হস্তক্ষেপের হুমকি দেয়।

এছাড়া অনলাইনে টিকিট প্রতারণা এবং হাজার হাজার পাউন্ড মূল্যের পুনর্বিক্রয় টিকিট নিয়েও উদ্বেগ ছড়ায়।

লিয়াম গ্যালাঘার সামাজিক মাধ্যমে বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, স্টেডিয়ামের সেই মানুষগুলো কেমন অনুভব করছে।’

এই সফরে ব্রিটিশ ব্যান্ড দ্য ভার্ভ-এর প্রধান রিচার্ড অ্যাশক্রফট ও ৯০-এর দশকের ইন্ডি ব্যান্ড কাস্ট সহ-শিল্পী হিসেবে থাকছেন।

৭৪,৫০০ দর্শক ধারণক্ষম স্টেডিয়ামের ছাদ কনসার্টের দুই রাতেই বন্ধ রাখা হবে।

ট্যুর প্রোগ্রামের জন্য লিখিত এক মন্তব্যে ৫৮ বছর বয়সী নোয়েল গ্যালাঘার বলেন, ‘আজকের প্রজন্ম বুঝতে পারছে, ওয়েসিস বানানো কোনো প্যাকেজ ছিল না।’

‘আমরা ছিলাম বিশৃঙ্খল, ভুলে ভরা, প্রযুক্তিগতভাবে নিখুঁত ছিলাম না, তবু একটা গ্যারেজ থেকে উঠে আসা কয়েকজন রুক্ষ, বাস্তব মানুষ। মানুষ সেটা চিনতে পেরেছে।’