শিরোনাম
ঢাকা, ৪ জুলাই, ২০২৫ (বাসস): পাকিস্তানের বৃহত্তম শহর করাচিতে শুক্রবার একটি পাঁচতলা আবাসিক ভবন ধসে কমপক্ষে পাঁচজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। পুলিশ জানায়, ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকা পড়েছেন।
স্থানীয় একজন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা আরিফ আজিজ এএফপিকে বলেন, ‘আমরা এখন পর্যন্ত পাঁচজনের মৃতদেহ এবং ছয়জন আহত ব্যক্তিকে উদ্ধার করেছি।’ ঘটনাটি ঘটেছে আজ সকাল ১০টা ১০মিনিটে।