শিরোনাম
ঢাকা, ৪ জুলাই, ২০২৫ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সর্বশেষ ফোনালাপে ইউক্রেনে যুদ্ধ অবসানের বিষয়ে কোন অগ্রগতি হয়নি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩ জুলাই) পুতিনের সঙ্গে ফোনালাপের পরে তিনি এ কথা বলেন।
অন্যদিকে, ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে নিজের লক্ষ্য অর্জনের ব্যাপারে অনড় রয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
ইউক্রেনে তিন বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত অবসানে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন শান্তি আলোচনা স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় ওয়াশিংটন কিয়েভের জন্য অস্ত্র সরবরাহও সাময়িকভাবে স্থগিত করেছে। এমন পরিস্থিতিতে ট্রাম্প এ মন্তব্য করলেন।
মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের বলেন, এটি বেশ দীর্ঘ ফোনালাপ ছিল। আমরা অনেক বিষয়ে কথা বলেছি, যার মধ্যে ইরান ও ইউক্রেন যুদ্ধও ছিল। কিন্তু আমি ইউক্রেন বিষয়ে সন্তুষ্ট নই।
যুদ্ধ অবসানে চুক্তির কাছাকাছি পৌঁছেছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের ট্রাম্প জবাবে বলেন, ‘না, তাঁর (পুতিনের) সঙ্গে কোনো অগ্রগতি হয়নি।’
ট্রাম্পের এমন হতাশাজনক মন্তব্য পূর্ববর্তী ফোনালাপগুলোর প্রতিক্রিয়ায় ছিল না। গত জানুয়ারিতে ক্ষমতায় গ্রহণের পর পুতিনের সঙ্গে পাঁচবার ফোনালাপ হয় মার্কিন প্রেসিডেন্টের। সবগুলো নিয়েই আশাবাদী সুরে কথা বলেছিলেন তিনি।
তবে সম্প্রতি রুশ নেতার প্রতি ট্রাম্পের হতাশা বেড়েছে। ইরান-ইসরাইল সংকটে মধ্যস্থতার জন্য পুতিনের প্রস্তাব প্রত্যাখ্যান করে ট্রাম্প তাকে ইউক্রেন যুদ্ধের দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দেন।
মস্কোয়, ক্রেমলিন জানিয়েছে, ফোনালাপটি প্রায় এক ঘণ্টা স্থায়ী হয় এবং পুতিন স্পষ্ট করে বলেন যে রাশিয়া তার লক্ষ্য থেকে সরে আসবে না।
‘আমাদের প্রেসিডেন্ট বলেছেন, রাশিয়া তার নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করবে। অর্থাৎ, বর্তমান পরিস্থিতির যে মূল সমস্যাগুলো রয়েছে সেগুলো দূর করা হবে,’ সাংবাদিকদের জানান ক্রেমলিনের উপদেষ্টা ইউরি উশাকভ।
তিনি আরো বলেন, ‘রাশিয়া এই লক্ষ্যগুলো থেকে কোনোভাবেই সরে আসবে না।’
রাশিয়া বরাবরই ইউক্রেনে তাদের ‘সর্বাধিক লক্ষ্য’ হিসেবে ন্যাটোর সদস্যপদ ত্যাগ এবং কিয়েভের অবস্থান পরিবর্তনের দাবি করে আসছে।
- ডেনমার্কে জেলেনস্কি -
২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর থেকে কয়েক লাখ মানুষ নিহত হয়েছে এবং রাশিয়া এখন পূর্ব ও দক্ষিণ ইউক্রেনের বড় অংশ নিয়ন্ত্রণ করছে।
তবুও পুতিন ট্রাম্পকে বলেছেন যে, মস্কো আলোচনার প্রক্রিয়ায় অংশ নিতে ইচ্ছুক। উশাকভ জানান, রুশ প্রেসিডেন্ট ট্রাম্পকে বলেছেন, আমরা রাজনৈতিক ও সমঝোতার ভিত্তিতে সংকটের সমাধান খুঁজছি।
যদিও মাসের পর মাস ধরে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত যুদ্ধবিরতিতে সম্মতি দিতে অস্বীকার করে আসছে মস্কো।
কিয়েভ ও এর পশ্চিমা মিত্রদের অভিযোগ, পুতিন ইউক্রেনে যুদ্ধ অব্যাহত রাখার পাশাপাশি শান্তি প্রক্রিয়া দীর্ঘায়িত করছেন।