শিরোনাম
ঢাকা, ৪ জুলাই, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার ঘোষণা করেছেন, আমেরিকানদের জন্য প্রবেশমূল্য সাশ্রয়ী রাখতে বিদেশি পর্যটকদের জন্য জাতীয় উদ্যানের প্রবেশ ফি বাড়ানো হবে। দেশের ২৫০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বছরব্যাপী উদযাপন শুরুর সময় তিনি এ ঘোষণা দেন।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি জানায় ‘আইওয়ায় এক সমাবেশে উল্লসিত জনতার উদ্দেশে বলেন ট্রাম্প বলেন যে এই বার্ষিকী উপলক্ষ্যে আমি একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছি, যার মাধ্যমে বিদেশি পর্যটকদের জন্য প্রবেশ ফি বাড়ানো হবে, তবে আমেরিকানদের জন্য তা কম রাখা হবে।
নির্বাহী আদেশ জারির পর এই রিপাবলিকান নেতা বলেন, জাতীয় উদ্যানগুলো হবে ‘আমেরিকা ফার্স্ট’ ভিত্তিক।
এই আদেশে ট্রাম্প স্বরাষ্ট্র ও পররাষ্ট্র দপ্তরকে যুক্তরাষ্ট্রের জাতীয় উদ্যানগুলোতে আন্তর্জাতিক পর্যটনকে উৎসাহিত করার নির্দেশ দেন।
আদেশে বলা হয়, এসব উদ্যান থেকে প্রাপ্ত রাজস্ব ব্যবহার করা হবে অবকাঠামো উন্নয়ন ও দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করতে।
পরিবেশ ও উন্মুক্ত সবুজ এলাকা নিয়ে জলবায়ু পরিবর্তন সংশয়ী এই প্রেসিডেন্টের কাছ থেকে এটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ বলেই মনে করা হচ্ছে।
সেই নির্বাহী আদেশে ট্রাম্প ২০১৭ সালের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার একটি নির্দেশনা বাতিল করেন, যাতে জাতীয় উদ্যানগুলোতে ‘বৈচিত্র্য ও অন্তর্ভুক্তি’কে উৎসাহিত করার কথা বলা হয়েছিল। এটি ডিইআই (বৈচিত্র্য, সাম্য ও অন্তর্ভুক্তি) উদ্যোগের বিরুদ্ধে ট্রাম্পের সাম্প্রতিক আরেকটি পদক্ষেপ।
তবে কিছু পরিবেশ সংরক্ষণ সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। তারা জানিয়েছে, ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকেই জাতীয় উদ্যান কর্তৃপক্ষের শত শত স্থায়ী কর্মী ছাঁটাই করা হয়েছে। আর তা হয়েছে গ্রীষ্মকালীন পর্যটন মৌসুম শুরু হওয়ার ঠিক আগে, যখন দর্শনার্থীর চাপ সবচেয়ে বেশি থাকে।