বাসস
  ০৪ জুলাই ২০২৫, ১২:৪৫

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ 

ঢাকা, ৪ জুলাই, ২০২৫ (বাসস) : ইউক্রেনের এক ড্রোন হামলায় রাশিয়ার দক্ষিণের একটি আবাসিক ভবন বিধ্বস্ত হয়েছে। এতে এক নারী নিহত হয়েছে। শুক্রবার ভোরে এই তথ্য জানান রোস্তভ অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ইউরি স্লিউসার।

টেলিগ্রামে ওই অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর ইউরি স্লিউসার বলেছেন, রোস্তভের দোলোটিঙ্কা গ্রামের একটি দ্বিতল ভবন ড্রোনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটির একটি মেঝের স্ল্যাব ধসে পড়েছে। ফলে এক অবসরপ্রাপ্ত নারী শিক্ষিকা নিহত হয়েছেন।

টেলিগ্রামে দেওয়া বার্তায় তিনি বলেছেন, রোস্তভ অঞ্চলের দোলোটিনকা গ্রামের একটি দুইতলা ভবনে ড্রোন বিধ্বস্ত হয়। এতে ভবনের একটি মেঝে ধসে পড়ে এবং এক অবসরপ্রাপ্ত নারী শিক্ষিকা নিহত হয়েছেন।

স্লিউসার বলেন, ‘এই মুহূর্তে, রোস্তভ অঞ্চলে একটি ইউএভি ড্রোন আক্রমণের হুমকি এখনও রয়েছে। তিনি বলেন, সমস্ত বাহিনী সতর্ক অবস্থায় রয়েছে এবং শত্রুর আক্রমণ প্রতিহত করার কাজ অব্যাহত রয়েছে।

ওই ভবন থেকে ২০ জন বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

রাশিয়ার তাস সংবাদ সংস্থা শুক্রবার জানিয়েছে, মস্কোর একটি জেলায় ইউক্রেনীয় ড্রোন হামলায় এক ব্যক্তির শরীরে স্পিøন্টার ঢুকেছে।

অন্যদিকে, একই সময় রুশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভে ১৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন মেয়র ভিটালি ক্লিৎসকো। এদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুশ হামলায় রেললাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় যাত্রীবাহী ট্রেনগুলোকে বিকল্প পথে চালানো হয়েছে। এতে দুই ঘণ্টা পর্যন্ত দেরি হচ্ছে বলে জানিয়েছে ইউক্রেনের জাতীয় রেল কর্তৃপক্ষ।

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের তিন বছরের বেশি সময় পেরিয়ে গেলেও যুদ্ধ অব্যাহত রয়েছে। শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টাগুলোও কার্যত স্থবির।