বাসস
  ০৩ জুলাই ২০২৫, ১৮:১১

ইইউতে যোগ দিতে ইউক্রেনকে সব ধরনের সহায়তা করব : ডেনমার্কের প্রধানমন্ত্রী

ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাতে ফ্রেডেরিকসেন। ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ জুলাই, ২০২৫ (বাসস) : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে স্বাগত জানিয়ে ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাতে ফ্রেডেরিকসেন বলেছেন, ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) ইউক্রেনের যোগদানে আমাদের সক্ষমতা অনুযায়ী সব ধরনের সহায়তা করব। 

আরহুস থেকে এফপি জানায়, ফ্রেডেরিকসেন এক বিবৃতিতে বলেন, ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত হওয়ার যোগ্য। এটি ডেনমার্ক ও ইউরোপ—উভয়ের জন্যই গুরুত্বপূর্ণ। তাই ডেনমার্কের ইইউ সভাপতিত্বকালে আমরা ইউক্রেনের সদস্যপদ প্রাপ্তির প্রক্রিয়ায় সর্বাত্মক সহায়তা করব।

তিনি জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ডেনমার্কের ইইউ সভাপতিত্বের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিচ্ছেন।