বাসস
  ০১ জুলাই ২০২৫, ১৯:০২

ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ইজেভস্ক শহরে নিহত ৩, আহত ৩৫

ঢাকা,  ১ জুলাই, ২০২৫ (বাসস) : রাশিয়ার ইজেভস্ক শহরে ইউক্রেনের এক ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত এবং আরও ৩৫ জন আহত হয়েছেন। ইজেভস্ক শহরটি যুদ্ধক্ষেত্র থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত।

মস্কো থেকে এএফপি জানায়, আঞ্চলিক গভর্নর আলেক্সান্ডার ব্রেচালভ টেলিগ্রামে বলেন, এই মুহুর্তে ৩৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর।

এই হামলায় তিনজন মারা গেছেন বলে জানান ব্রেচালভ।