বাসস
  ০১ জুলাই ২০২৫, ১২:৫৭

আমেরিকার বিরুদ্ধে ১৮ অভিবাসী শিশুকে ‘অপহরণ’ করার অভিযোগ ভেনিজুয়েলার

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : ভেনিজুয়েলা সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ভেনিজুয়েলার ১৮ শিশুকে ‘অপহরণ’ করার অভিযোগ এনেছে। 

ওই শিশুদের অভিবাসী বাবা-মাকে ছাড়াই নির্বাসিত করা বা হেফাজতে রাখা হয়েছিল বলে অভিযোগে বলা হয়েছে।

কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পার্লামেন্টের স্পিকার জর্জ রদ্রিগেজ বলেছেন, শিশুদের বয়স ১ থেকে ১২ বছরের মধ্যে এবং অনেক ক্ষেত্রে তাদের বাবা-মা ইতোমধ্যেই ভেনিজুয়েলায় ফিরে এসেছেন।
কোন পর্যায়ে তাদেরকে তাদের বাবা-মা থেকে আলাদা করা হয়েছিল, তা তিনি বলেননি।

তিনি দাবি করেছেন, তাদের ‘মার্কিন যুক্তরাষ্ট্র’ সরকার অপহরণ করেছে। তিনি বলেন, ভেনিজুয়েলায় তাদের প্রত্যাবর্তন নিশ্চিত করার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে তিনি কাজ করছেন।

তিনি আরো বলেন, ‘তারা কোনও অপরাধ করেননি, তাদের মা, যাদের অনেকেই এখানে আছেন এবং তাদের বাবারাও কোনও অপরাধ করেননি, যাতে তাদের মেয়ে, ছেলে, নাতি বা নাতনি থেকে আলাদা হওয়ার নির্মম শাস্তি পাওয়া যায়।’

যদিও ভেনিজুয়েলা ২০১৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে। তবে তারা মার্কিন নির্বাসন ফ্লাইটে দেশে পাঠানো অভিবাসীদের গ্রহণ করতে সম্মত হয়েছে।

এপ্রিল মাসে, কারাকাস ওয়াশিংটনের বিরুদ্ধে একটি শিশুকে অপহরণের অভিযোগ এনেছিল, যার বাবা-মাকে তাকে ছাড়াই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত করা হয়েছিল।

তার মাকে ভেনিজুয়েলায় ও তার বাবাকে এল সালভাদরের একটি কুখ্যাত কারাগারে পাঠানো হয়েছিল।

মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, মাইকেলিস আন্তোনেলা এস্পিনোজা বার্নালকে তার বাবা-মায়ের হাত থেকে রক্ষা করার জন্য  যত্নে রাখা হয়েছিল, যারা ভেনিজুয়েলার ট্রেন ডি আরাগুয়ার অপরাধ চক্রের সদস্য বলে দাবি করেছিল।

মে মাসে তাকে নির্বাসন ফ্লাইটে বাড়ি পাঠানো হয়েছিল এবং তার মায়ের সাথে পুনরায় মিলিত করা হয়েছিল।

ভেনিজুয়েলা ২শ’ জনেরও বেশি অভিবাসীকে ফিরিয়ে আনার জন্যও প্রচারণা চালাচ্ছে। 
মার্কিন যুক্তরাষ্ট্র থেকে তাদেরকে  বহিষ্কার করা হয়েছিল এবং তাদের এল সালভাদরের সর্বোচ্চ নিরাপত্তা সম্পন্ন সিইসিওটি কারাগারে পাঠানো হয়।