শিরোনাম
ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : নিউ ইয়র্কের এক ফেডারেল বিচারক সোমবার আর্জেন্টিনাকে রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানি ওয়াইপিএফ-এর সংখ্যাগরিষ্ঠ শেয়ার বিক্রি করার নির্দেশ দিয়েছেন, যা এক দশক ধরে আন্তর্জাতিক আইনি ইতিহাসে বুয়েনস আইরেসের জন্য সর্বশেষ বড় ধরনের ধাক্কা।
নিউ ইয়র্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মাইলি তার দেশের কঠিন পরিস্থিতিতে অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টায় রয়েছেন।
তিনি তাৎক্ষণিকভাবে আপিল করার প্রতিশ্রুতি দিয়েছেন।
মামলাটি ২০১২ সালে স্প্যানিশ জায়ান্ট রেপসোলের নিয়ন্ত্রণ থেকে ওয়াইপিএফ-এর পুনঃজাতকরণকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে।
দুই সংখ্যালঘু শেয়ারহোল্ডার, পিটারসেন এনার্জিয়া ও ইটন পার্ক ক্যাপিটাল, বিক্রয়ে যথাযথ ক্ষতিপূরণ না পাওয়ার অভিযোগে ক্ষতিপূরণ চেয়ে ২০১৫ সালে মামলা দায়ের করেছিলেন।
মার্কিন জেলা বিচারক লরেটা প্রেসকা বাদীদের পক্ষে রায় দেন এবং ২০২৩ সালের সেপ্টেম্বরে আর্জেন্টিনাকে সংস্থাগুলোকে ১৬ বিলিয়ন ডলারেরও বেশি অর্থ প্রদানের নির্দেশ দেন।
বকেয়া অর্থ আংশিকভাবে মেটানোর জন্য, প্রেসকা সোমবার আর্জেন্টিনাকে ওয়াইপিএফ-এর ৫১ শতাংশ শেয়ার একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে শেয়ারগুলো বাদীদের কাছে হস্তান্তর করার নির্দেশ দেন।
রায় প্রকাশের পরপরই মাইলি এক্স-এ এক পোস্টে বলেন, ‘জাতীয় স্বার্থ রক্ষার জন্য আমরা এই সিদ্ধান্তের বিরুদ্ধে সকল উপযুক্ত আদালতে আপিল করব।’
তিনি অ্যাক্সেল কিসিলোফেরকে উদ্দেশ্য করে বলেছেন, যিনি ২০১২ সালে তৎকালীন প্রেসিডেন্ট ক্রিস্টিনা কির্চনারের অধীনে দক্ষিণ আমেরিকার দেশটির অর্থনীতিমন্ত্রী ছিলেন এবং ২০২৭ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বিবেচিত ছিলেন।
২২ হাজারেরও বেশি কর্মচারীসহ শতাব্দী প্রাচীন ও আইকনিক আর্জেন্টিনার কোম্পানি ওয়াইপিএফ, ১৯৯০-এর দশকে বেসরকারিকরণ করা হয় এবং ধীরে ধীরে রেপসোলের নিয়ন্ত্রণে আসে।
গত ২০১২ সালে কির্চনারের অধীনে এটি পুনঃজাতীয়করণ করা হয়, যা সেই সময়ে দক্ষিণ আমেরিকার তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে বিনিয়োগের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছিল।
গত ২০১৪ সালে, কয়েক মাস ধরে বিরোধের পর, রেপসোল আর্জেন্টিনার সাথে প্রায় ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণের জন্য একটি চুক্তিতে পৌঁছে।
পিটারসেন গ্রুপ ও ইটন পার্ক ক্যাপিটাল একসাথে ওয়াইপিএফ এর মূলধনের ২৫.৪ শতাংশের মালিক ছিল।
গত ২০১৫ সালে মামলা দায়ের করে, অভিযোগ করে যে দেশটি আইন অনুসারে কোনও অধিগ্রহণ দরপত্র জমা দেয়নি।
প্রেসকা আর্জেন্টিনাকে পিটারসেন এনার্জিয়াকে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ৬ দশমিক ৮৫ বিলিয়ন ডলার সুদ দিতে নির্দেশ দিয়েছেন।
একই সাথে তিনি আর্জেন্টিনাকে ইটন পার্ক ক্যাপিটালকে ক্ষতিপূরণ ও সুদের মধ্যে প্রায় ১ দশমিক ৭ বিলিয়ন ডলার প্রদানেরও নির্দেশ দিয়েছেন।