শিরোনাম
ঢাকা, ২২ জুন, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ইরানকে দেশটির প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণের পর এর বিরুদ্ধে প্রতিশোধ না নেয়ার ব্যাপারে সতর্ক করেছেন। ইরান এই আক্রমণের প্রতিশোধ নিলে তেহরান আরো বড় ধরনের আক্রমণের শিকার হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। তিনি ইরানে মার্কিন আক্রমণকে ‘চমৎকার সামরিক সাফল্য’ হিসেবে অভিহিত করেছেন।
ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার পর ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে লিখেছেন, আমেরিকার বিরুদ্ধে ইরানের যেকোনো প্রতিশোধের জন্য আজ রাতের আক্রমণের চেয়ে অনেক বেশি শক্তি দিয়ে জবাব দেওয়া হবে।