বাসস
  ১৩ জুন ২০২৫, ১৩:১৬

ইসরাইলি হামলায় ইরানের ৬ পরমাণুবিজ্ঞানী নিহত : গণমাধ্যম

ঢাকা, ১৩ জুন, ২০২৫ (বাসস) : ইরানের গণমাধ্যম জানিয়েছে, শুক্রবার ইরানে ইসরাইলের হামলায় কমপক্ষে ছয় পরমাণুবিজ্ঞানী নিহত হয়েছেন। 

তেহরান থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

ইরানি সংবাদ সংস্থা ‘তাসনিম’ ছয় বিজ্ঞানীর নাম প্রকাশ করেছে, যার মধ্যে রয়েছেন ইরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মেহেদি তেহরানচি।

এতে আরো বলা হয়েছে, নিহত বিজ্ঞানীদের মধ্যে ইরানের পারমাণবিক শক্তি সংস্থার প্রাক্তন প্রধান ফেরেদুন আব্বাসিও ছিলেন।

শুক্রবারের হামলায় ইরান জুড়ে একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানে ইসরাইল। যার মধ্যে রয়েছে তেহরানের আবাসিক ভবন ও ইরানের কেন্দ্রস্থলে অবস্থিত গুরুত্বপূর্ণ পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনা।

এছাড়া, ইসরাইলি হামলায় ইরানের বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি ও সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন।