বাসস
  ০৭ জুন ২০২৫, ১৩:১৮

রাশিয়ায় সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা, হামলাকারী নিহত

ঢাকা, ৭ জুন, ২০২৫ (বাসস) : রাশিয়ার ন্যাশনাল গার্ড জানিয়েছে, একটি সামরিক স্থাপনায় ড্রোনের মাধ্যমে হামলার চেষ্টাকালে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার সংস্থাটি এক বিবৃতিতে এ তথ্য জানায়। 

মস্কো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

রাশিয়ার ন্যাশনাল গার্ড জানায়, ‘আটক করতে গেলে ওই অপরাধী সশস্ত্র প্রতিরোধ করে। পরবর্তীতে তাকে নিস্ক্রিয় করা হয়।’

সংস্থাটি থেকে প্রকাশিত এক ফুটেজে দেখা যায়, হুডি পরা এক মুখোশধারী ব্যক্তি মাঠের মধ্যে বসে রাশিয়ায় সামরিক স্থাপনায় ড্রোন ও গ্রেনেড হামলার চেষ্টা করছে। পরে সশস্ত্র নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে ধাওয়া করে।