শিরোনাম
ঢাকা, ২৭ মে, ২০২৫ (এএফপি): মার্কিন শুল্ক আরোপের ফলে অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিয়ে আঞ্চলিক সম্পর্ক জোরদার করার প্রেক্ষাপটে সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়া চীনের বন্ধু।’ কুয়ালালামপুর থেকে এএফপি এ তথ্য জানায়।
লি’র উপস্থিতিতে এক জাঁকজমকপূর্ণ নৈশভোজে বক্তৃতাকালে আনোয়ার ইব্রাহিম তাকে উদ্দেশ্য করে বলেন, ‘প্রধানমন্ত্রী লি কিয়াং, দয়া করে নিশ্চিত থাকুন যে, যাই বলা হোক না কেন অথবা পরিস্থিতি এবং জটিলতা যাই হোক না কেন, আমরা এখানে চীনের বন্ধু হিসেবে আছি।’