বাসস
  ২৭ মে ২০২৫, ১২:৩২

ট্রাম্পের শুল্ক নীতি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি : আনোয়ার ইব্রাহিম  

ঢাকা, ২৭ মে, ২০২৫ (বাসস) : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা শুল্ক নীতিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে আখ্যা দিয়েছেন আসিয়ানের বর্তমান সভাপতি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। কুয়ালালামপুরে আসিয়ানের ৪৬তম সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে সংস্থাটিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানান তিনি। 

কুয়ালালামপুর থেকে এএফপি এই খবর জানায়।

মালেয়শিয়ার রাজধানী কুয়ালালামপুরে শুরু হয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা আসিয়ানের ৪৬তম সম্মেলন। স্থানীয় সময় গতকাল সোমবার সকাল থেকেই শহরের পেট্রোনাস টাওয়ারে আসতে থাকেন সংস্থাটির সদস্য দেশের প্রতিনিধিরা। আগত অতিথিদের স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী।

সম্মেলনের উদ্বোধনী ভাষণে আনোয়ার ইব্রাহিম হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মুক্ত ও অন্তর্ভুক্তিমূলক বাণিজ্য ব্যবস্থার ভিত্তি আজ ভেঙে পড়ছে। ট্রাম্প প্রশাসনের একতরফা শুল্ক নীতিকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে আখ্যা দেন তিনি।

সেই সঙ্গে শুল্ক নীতি মোকাবিলায় আসিয়ানের সদস্য রাষ্ট্রগুলোকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান আনোয়ার ইব্রাহিম।

সম্মেলনের ফাঁকে মিয়ানমারে রাজনৈতিক সহিংসতা এবং দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের আগ্রাসী নীতির বিষয়েও আলোচনা হয়েছে। আসিয়ান নেতারা বলেছেন-এ দুটি ইস্যু আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য দীর্ঘ মেয়াদি হুমকি।

সমাধানের পথ বের করতে চীনের সঙ্গে সরাসরি সংলাপ এবং মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে সক্রিয় উদ্যোগের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

একাধিক মুক্ত বাণিজ্য চুক্তি সংস্কারের ঘোষণা এসেছে সম্মেলন থেকে। গুরুত্বপূর্ণ অংশ হলো ‘আসিয়ান কমিউনিটি ভিশন-২০৪৫’ এর আনুষ্ঠানিক উন্মোচন। এটি একটি ২০ বছরের রোডম্যাপ, যা দক্ষিণ-পূর্ব এশিয়াকে অর্থনৈতিক, রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে একীভূত করার কৌশল নির্ধারণ করছে।