শিরোনাম
ঢাকা, ২৬ মে, ২০২৫ (বাসস) : জেরুজালেম দিবস উদযাপন উপলক্ষ্যে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সোমবার ফিলিস্তিনি-প্রধান একটি এলাকায় তার মন্ত্রিসভার বৈঠক করেছেন।
নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, তিনি জেরুজালেমকে ইসরাইলের অধীনে ঐক্যবদ্ধ রাখার অঙ্গীকার করেছেন।
জেরুজালেম থেকে এএফপি জানায়, ১৯৬৭ সালে আরব-ইসরাইলে যুদ্ধে পূর্ব জেরুজালেম দখলের দিনটি উদযাপন উপলক্ষে নেতানিয়াহু সোমবার সেখানকার সিলওয়ানে বক্তব্য দেন।
সেখানে তিনি বলেন, আমরা জেরুজালেমকে ঐক্যবদ্ধ, অখণ্ড ও ইসরাইলি সার্বভৌমত্বের অধীনে রাখব।