বাসস
  ২৫ মে ২০২৫, ১৫:৩২

সম্পর্ক জোরদারে সম্মত ইন্দোনেশিয়া ও চীন

ঢাকা, ২৫ মে, ২০২৫ (বাসস) : কুয়ালালামপুরে আঞ্চলিক শীর্ষ সম্মেলনের প্রাক্কালে, রোববার ইন্দোনেশিয়া সফরের সময় চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং জাকার্তার সঙ্গে বেইজিংয়ের সম্পর্ক পুনর্ব্যক্ত করেছেন।

জাকার্তা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

বেইজিং ও জাকার্তা হল পরস্পরের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক মিত্র। সাম্প্রতিক বছরগুলোতে চীনা কোম্পানিগুলো ইন্দোনেশিয়ার প্রাকৃতিক সম্পদ উত্তোলনে, বিশেষ করে নিকেল খাতে মূলধন বিনিয়োগ করছে।

তবে দক্ষিণ চীন সাগর ও এর আশপাশের অঞ্চলগুলোর কৌশলগত জলপথে দুই দেশের বিতর্কিত দাবি, সাম্প্রতিক বছরগুলোতে তাদের সম্পর্কের ওপর প্রভাব ফেলেছে।

আজ রোববার ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট  প্রাবোও সুবিয়ান্তোর সঙ্গে এক বৈঠককালে লি বলেন, বেইজিং দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম অর্থনীতির এই দেশটির সঙ্গে সহযোগিতা আরো এগিয়ে নিতে আগ্রহী।

তিনি আরো বলেন, চীন ইন্দোনেশিয়ার সঙ্গে কাজ করতে, আমাদের মধ্যকার বন্ধুত্বের ঐতিহ্যকে এগিয়ে নিতে এবং সংহতি ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। 

প্রাবোও চীনের সঙ্গে ইন্দোনেশিয়ার ‘ঘনিষ্ঠ ও ভালো’ বন্ধুত্বের কথা পুনর্ব্যক্ত করে বলেন, ‘ইন্দোনেশিয়া একটি নিরাপদ ও সমৃদ্ধ অঞ্চল তৈরি করতে প্রস্তুত।’

তিনি আরো বলেন, ইন্দোনেশিয়া সকলের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ অঞ্চল তৈরি করতে চীনের সঙ্গে সহযোগিতা জোরদার করতে প্রস্তুত। 

চীনের প্রধানমন্ত্রী আসিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে মালয়েশিয়া যাচ্ছেন। 

প্রাবোও গত বছর বেইজিং সফর করেছিলেন। সেই সময় চীনের প্রেসেিডন্ট শি জিনপিং তাকে বলেছিলেন, তিনি দ্বিপাক্ষিক সম্পর্কের ‘নতুন অধ্যায়’ শুরু হওয়ার আশা করছেন।