বাসস
  ২৫ মে ২০২৫, ১৩:৫৯

রাশিয়ার হামলায় উত্তর-পশ্চিম ইউক্রেনে ৩ শিশু নিহত, আহত ১০

ঢাকা, ২৫ মে, ২০২৫ (বাসস) : ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জাইতোমির অঞ্চলে রাশিয়া রাতভর বিমান হামলা চালিয়েছে। রাশিয়ার বিমান হামলায় তিন শিশু নিহত এবং আহত হয়েছেন ১০জন। আজ রোববার জরুরি পরিষেবা সংস্থা এ তথ্য জানিয়েছে।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

টেলিগ্রামে জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, নিহতদের বয়স ৮, ১২ এবং ১৭ বছর। হামলায় ১০ জন আহত হয়েছেন।