বাসস
  ২৫ মে ২০২৫, ১২:৪৬

ডোমিনিকান রিপাবলিকের নাইটক্লাব ধসে আরো একজনের মৃত্যু

সান্টো ডোমিঙ্গো, ২৫ মে, ২০২৫ (বাসস) : গতমাসে ডোমিনিকান রিপাবলিকের একটি নাইটক্লাবের ছাদ ধসের ঘটনায়, শনিবার ৪৬ দিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর ৩৩ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এতে ওই দুর্ঘটনায় মোট মৃতের সংখ্যা ২৩৪ জনে দাঁড়িয়েছে।  স্বাস্থ্য কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে এএফপি এ তথ্য জানায়।

৮ এপ্রিল ভোরে জেট সেট নাইটক্লাবের ছাদ ধসে পড়ে মেরেঙ্গু তারকা রুবি পেরেজের কনসার্টে উপস্থিত শত শত মানুষের ওপর। এ দুর্ঘটনা ছিল কয়েক দশকের মধ্যে ক্যারিবীয় দেশের সবচেয়ে ভয়াবহ দুর্যোগ।

কর্তৃপক্ষ ধ্বংসস্তূপের নিচ থেকে ২২১ জনের মৃতদেহ খুঁজে পেয়েছে, তবে দিন যত গড়িয়েছে নিহতের সংখ্যা ততই বাড়ছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনায় গুরুতর আহত সান্টো ডোমিঙ্গোর একটি হাসপাতালে চিকিৎসাধীন ৩৩ বছর বয়সী এক নারী শনিবার রাতে মারা গেছেন। তিনি ৪৬ দিন হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটে ছিলেন, তার পেলভিস, মেরুদণ্ড এবং শরীরের উপরের অংশে আঘাত লাগে।

দুর্ঘটনার শিকার দুইজন এখনও অন্যান্য হাসপাতালে ভর্তি রয়েছেন।

দুর্ঘটনাটির তদন্ত শুরু হয়েছে। ডোমিনিকানের প্রেসিডেন্ট লুইস আবিনাদার প্রতিশ্রুতি দিয়েছেন যে, বিচারিক প্রক্রিয়ায় ‘কোনও সরকারি হস্তক্ষেপ’ থাকবে না।

ক্লাবের মালিক গত মাসে স্থানীয় গণমাধ্যমকে বলেন যে ছাদটি বছরের পর বছর ধরে ফুটো হয়ে আসছে এবং কর্তৃপক্ষ কখনও পরিদর্শন করেনি। ডোমিনিকান প্রজাতন্ত্রের ব্যক্তিগত মালিকানাধীন ভবনগুলোতে সুরক্ষা পরিদর্শনের বাধ্যবাধকতামূলক কোনও আইন নেই।

নাইটক্লাবের মালিকদের বিরুদ্ধে ৫০টিরও বেশি মামলা দায়ের করেছে ভুক্তভোগীদের পরিবার।