বাসস
  ২৫ মে ২০২৫, ১১:০০

কলম্বিয়ায় বিশ্ববিদ্যালয়ের বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত অনেকে

ঢাকা, ২৫ মে, ২০২৫ (বাসস) : পশ্চিম কলম্বিয়ার আর্মেনিয়ার হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং কর্মকর্তাদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় শনিবার কমপক্ষে ১০ জন নিহত এবং ১১ জন আহত হয়েছেন। 

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বোগোটা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

প্রাথমিক তদন্ত অনুসারে জানা গেছে, টোলিমা থেকে ২৬ জন যাত্রী নিয়ে বাসটি কুইন্ডিওতে যাচ্ছিল। 

পুলিশ কমান্ডার লুইস ফার্নান্দো আতুয়েস্তা জানিয়েছেন, বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় কুইন্ডিও অঞ্চলের হেলিকয়েল ব্রিজের সাথে বাসের ধাক্কা লাগে। ফলে বেশ কয়েকজন বাস থেকে ছিটকে খাদে পড়ে যায় এবং কমপক্ষে ১০ জন নিহত এবং  ১১ জন আহত হয়। 

আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, ‘এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনার কারণ নির্ধারণের জন্য তদন্ত চলছে।’

হামবোল্ট বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনায় ‘তাদের বেশ কয়েকজন সহকর্মী, ছাত্র, অধ্যাপকের বেদনাদায়ক মৃত্যু’র পর তারা দুই দিনের শোক ঘোষণা করেছে।

বিশ্ববিদ্যালয়ের পরিচালক ডিয়েগো ফার্নান্দো জারামিলো লোপেজ একটি ভিডিও বার্তায় বলেছেন, বাসে ২২ জন শিক্ষার্থী, দুইজন শিক্ষক এবং একজন কর্মকর্তা ছিলেন।

জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের মতে, কলম্বিয়ায় মৃত্যুর অন্যতম প্রধান কারণ সড়ক দুর্ঘটনা। সেখানে ২০২৪ সালে প্রতিদিন গড়ে ২২ জনের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়।