বাসস
  ২৪ মে ২০২৫, ১১:০২

রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে আহত ৮ 

ঢাকা, ২৪ মে, ২০২৫ (বাসস) : ইউক্রেনের রাজধানী কিয়েভের মেয়র ভিটালি ক্লিটসকো বলেছেন, শনিবার ভোরে কিয়েভ রাশিয়ার ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। বিস্ফোরণের শব্দ শোনার পর কিয়েভ সতর্ক ছিল।

কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

তিনি টেলিগ্রামে এক বার্তায় লিখেছেন, ‘রাজধানীতে বিস্ফোরণের শব্দ শোনার পর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। শহর এবং অঞ্চলটি রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে।

ক্লিটসকো বলেন, রাশিয়ার বিশাল হামলায় কমপক্ষে আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের ঘটনাস্থলে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ইউক্রেনীয় বিমান বাহিনী সতর্ক করে দিয়ে বলেছে, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাজধানীর দিকে এগিয়ে আসছে।

রাজধানীর বেসামরিক ও সামরিক প্রশাসনের প্রধান, তইমুর তাকাচেঙ্কো বলেন, সভিয়াতোচিনস্কি জেলায় দুটি অগ্নিকাণ্ড, ওবোলোনস্কি জেলায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এবং সোলোমিয়ানস্কি জেলার একটি আবাসিক ভবনে ড্রোন হামলার খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষের মতে, গতকাল শুক্রবার ইউক্রেনের বন্দর নগরী ওডেসায় রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দু’জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। 

রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, মঙ্গলবার থেকে ইউক্রেন ৭৮৮টি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে তাদের লক্ষ্যবস্তু করেছে, যার মধ্যে ৭৭৬টি ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছে।

শুক্রবার ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে একটি বড় বন্দি বিনিময় শুরু হওয়ার পর এই হামলার ঘটল। যা সম্পন্ন হলে তিন বছরেরও বেশি সময় আগে মস্কো তার প্রতিবেশী দেশটিতে আক্রমণ চালানোর পর থেকে এটি হবে সবচেয়ে বড় বন্দি বিনিময়।

প্রথম পর্যায়ে উভয় দেশই ৩৯০ জন করে  যুদ্ধবন্দিকে মুক্তি দিয়েছে এবং গত সপ্তাহে ইস্তাম্বুলে সরাসরি আলোচনায় সম্পাদিত একটি চুক্তির অধীনে মোট ১ হাজার জনকে বিনিময় করার আশা করা হচ্ছে।

রাশিয়া ইঙ্গিত দিয়েছে, এই বন্দি বিনিময়ের পর তারা ইউক্রেনকে শান্তি মীমাংসার জন্য তাদের শর্তাবলী পাঠাবে।