বাসস
  ২২ মে ২০২৫, ১৮:১৬

গাজার অধিবাসীদের সরে যেতে বলেছে ইসরাইলি সেনাবাহিনী

ঢাকা, ২২ মে, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী বৃহস্পতিবার উত্তর গাজা উপত্যকার ১৪টি এলাকা থেকে অধিবাসীদের সরে যেতে সতর্কতা জারি করেছে। এরমধ্যে বেইত লাহিয়া ও জাবালিয়ার কিছু অংশও রয়েছে।

জেরুজালেম থেকে এএফপি এ খবর জানায়।

সেনাবাহিনী আরবি ভাষায় এক বিবৃতিতে বলেছে, ‘সন্ত্রাসী সংগঠনগুলো এসব এলাকায় তাদের কার্যকলাপ ও অভিযান চালিয়ে যাচ্ছে। তাদের প্রতিহত করতে ইসরাইলি বাহিনী সেখানে তীব্র শক্তি প্রয়োগ করে অভিযান চালাচ্ছে।’

বুধবার সন্ধ্যায় উত্তর গাজার জন্যও একই ধরনের সতর্কতা জারি করা হয়। ইসরাইলি সেনাবাহিনী বলেছে, এটা ছিল ইসরাইলি ভূখণ্ডে রকেট হামলার প্রতিশোধ।