বাসস
  ২১ মে ২০২৫, ২০:৩৩

সিঙ্গাপুরের নতুন মন্ত্রিসভা ঘোষণা

ছবি: সংগৃহীত

ঢাকা, ২১ মে, ২০২৫ (বাসস): সিঙ্গাপুরের নবনির্বাচিত প্রধানমন্ত্রী লরেন্স উং বুধবার তার মন্ত্রিসভা ঘোষণা করেছেন। এতে তিনি প্রধানমন্ত্রীর পাশাপাশি অর্থমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করবেন। এছাড়া মন্ত্রিসভায়  সেনাবাহিনীর সাবেক এক জেনারেলকে প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

গত ৩ মে অনুষ্ঠিত নির্বাচনে বহুদিন ধরে ক্ষমতায় থাকা পিপল’স অ্যাকশন পার্টি (পিএপি) বিপুল ভোটে বিজয়ী হয়। করোনাভাইরাস মোকাবিলায় নেতৃত্ব দিয়ে জনপ্রিয়তার শীর্ষে থাকা উং গত বছর সাবেক প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের স্থলাভিষিক্ত হন।

প্রায় ৬০ বছর ধরে ক্ষমতায় থাকা প্রভাবশালী লি পরিবারের সদস্য বহির্ভূত উং সিঙ্গাপুরের নেতৃত্বদানকারী দ্বিতীয় ব্যক্তি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের কারণে বাণিজ্য-কেন্দ্রিক দেশ সিঙ্গাপুর অর্থনৈতিক অনিশ্চয়তার মুখোমুখি হয়েছে। এরইমধ্যে নতুন মন্ত্রিসভায় বেশ কয়েকজন মন্ত্রী তাদের পুরোনো পদ বহাল রেখে নতুন দায়িত্ব পেয়েছেন।

স্থানীয় গণমাধ্যমকে উং বলেছেন, আপনাদের দৃঢ় সমর্থনে আমি সিঙ্গাপুরের জন্য যতটা সম্ভব শক্তিশালী মন্ত্রিসভা গঠনের যথাসাধ্য চেষ্টা করেছি।

লরেন্স উং সিঙ্গাপুর ও  যুক্তরাষ্ট্রে প্রশিক্ষিত একজন অর্থনীতিবিদ। বৈশ্বিক অর্থনীতির হাব হিসেবে পরিচিত ধনাঢ্য দ্বীপ রাষ্ট্রটির অর্থমন্ত্রীর পদটি উং নিজের হাতে রেখেছেন।

মন্ত্রিসভায় সাবেক প্রতিরক্ষামন্ত্রী এনজি অং হেনের স্থলাভিষিক্ত হয়েছেন সাবেক সেনাপ্রধান মেজর জেনারেল চান চুন সিং। ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত সিঙ্গাপুরে সাংগ্রি-লা ডায়ালগ নিরাপত্তা ফোরামে বিশ্বব্যাপী প্রতিরক্ষামন্ত্রীদের আতিথ্য দেবেন চান।

মন্ত্রিসভায় ভিভিয়ান বালাকৃষ্ণান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বহাল থাকবেন। কে. শানমুগাম স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি জাতীয় নিরাপত্তা সমন্বয়কারী মন্ত্রী হিসেবেও ভূমিকা পালন করবেন।

এছাড়া গান কিম ইয়ং বাণিজ্য ও শিল্পমন্ত্রীর পাশাপাশি একমাত্র উপ-প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করবেন। এরআগেও সিঙ্গাপুরে দু’জন উপ-প্রধানমন্ত্রীর পদ ছিল। 

সিঙ্গাপুর ম্যানেজমেন্ট ইউনিভার্সিটির আইন বিভাগের সহযোগী অধ্যাপক ইউজিন ট্যান বলেন, নতুন মন্ত্রিসভা পরিবর্তনের চেয়ে ধারাবাহিকতার ওপর জোর দিয়েছে।

গত ৩ মে অনুষ্ঠিত সিঙ্গাপুরের জাতীয় নির্বাচনে ৯৭ আসনের একক কক্ষবিশিষ্ট সংসদে পিপল’স অ্যাকশন পার্টি (পিএপি) ১০টি আসন ছাড়া সবগুলোতেই জয় পেয়েছে। প্রায় ২৪ লাখ ভোটারের মধ্যে ৬৫ দশমিক ৫৭ শতাংশ ভোট পেয়েছে দলটি। ২০২০ সালে পেয়েছিল ৬১ দশমিক ২৪ শতাংশ ভোট।

লরেন্স উং ও তার মন্ত্রিসভার সদস্যরা আগামী শুক্রবার শপথ নেবেন।