শিরোনাম
ঢাকা, ২০ মে, ২০২৫ (বাসস) : আধুনিক অস্ট্রেলিয়ার রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী রক্ষণশীল জোট মঙ্গলবার হঠাৎ করেই ভেঙে দেওয়া হয়েছে, কারণ এই মাসে অনুষ্ঠিত নির্বাচনে ভয়াবহ পরাজয়ের জন্য দুটি ডানপন্থী দল একে অপরকে দোষারোপ করছে।
সিডনি থেকে এএফপি জানায়, মধ্য-ডানপন্থী লিবারেল পাটি অব অস্ট্রেলিয়া বা লিবারেল পার্টি (এলপি) ও গ্রামীণ-কেন্দ্রিক ‘ন্যাশনালস’(এনএটি) দল গত শতাব্দীর বেশিরভাগ সময় ধরে বিভিন্ন রূপে যৌথভাবে অস্ট্রেলিয়া শাসনে জড়িত থেকেছে। কিন্তু সবচেয়ে খারাপ নির্বাচনী ফলাফলের একটির মুখোমুখি হওয়ায় তাদের সেই জোট ভেঙে গেছে।
ন্যাশনালস নেতা ডেভিড লিটলপ্রাউড মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘এই নির্বাচনের পরে আমরা লিবারেল পার্টির সঙ্গে পুনরায় আর জোট চুক্তিতে প্রবেশ করব না।’ ‘এটি আগেও ভেঙে গেছে। এটি আমাদের গণতন্ত্রের একটি সুস্থ অংশ, যার জন্য আমাদের গর্বিত হওয়া উচিত।’
লিটলপ্রাউড বলেন, এর কারণগুলোর মধ্যে রয়েছে পারমাণবিক শক্তি গ্রহণে ব্যর্থতা এবং গ্রামীণ অস্ট্রেলিয়ার জন্য অবকাঠামোগত তহবিলের অনিশ্চয়তা।
এতোদিন পর্যন্ত জোটের সবচেয়ে বড় সদস্য লিবারেল পার্টি মে মাসের নির্বাচনে এক ডজনেরও বেশি আসনে পরাজিত হয়েছে।
ব্যাপকভাবে উপহাসের শিকার জনসেবা হ্রাসের মতো তথাকথিত ‘ট্রাম্প-লাইট’ নীতির প্ল্যাটফর্ম ভোটাররা ত্যাগ করেছেন।
দুটি দল ঐতিহ্যগতভাবে এতটাই পরস্পর সংযুক্ত, যে তাদের কেবল ‘জোট’ নামে পরিচিত একটি একক শক্তি হিসেবে দেখা হয়।
যদিও বিরল, নীতিগত পার্থক্য নিরসনের আগে এই জোট অতীতেও সংক্ষিপ্ত বিভক্তির সম্মুখীন হয়েছে।
বামপন্থী প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ও তার ক্ষমতাসীন অস্ট্রেলিয়ান লেবার পার্টি (এএলপি) ৩ মে নির্বাচনে দ্বিতীয় মেয়াদে ভূমিধস জয়লাভ করেছে।