বাসস
  ১৯ মে ২০২৫, ১৯:২৩

ক্যান্সার আক্রান্তের খবরে সমবেদনার জন্য কৃতজ্ঞতা জানালেন বাইডেন

ঢাকা, ১৯ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত হয়েছেন বলে জানার পর দেশজুড়ে যে সমবেদনা ও সহানুভূতির ঢল নেমেছে, সোমবার তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, ৮২ বছর বয়সী এই ডেমোক্র্যাট রাজনীতিকের দেহে ‘আগ্রাসী প্রকৃতির’ প্রোস্টেট ক্যানসার ধরা পড়েছে এবং তা ইতোমধ্যেই তার হাড়ে ছড়িয়ে পড়েছে। রোববার এমন খবর প্রকাশ্যে এলে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ সাধারণ মার্কিন নাগরিকদের মধ্য থেকেও তাকে শুভকামনা জানানো হয়।

বাইডেন এক্সে (সাবেক টুইটার) দেওয়া পোস্টে লিখেছেন, ‘ক্যান্সার আমাদের সবার জীবনেই কোনো না কোনোভাবে স্পর্শ করে। আপনাদের অনেকের মতোই, আমি আর জিল শিখেছি, মানুষ সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে তার ভাঙনের জায়গা থেকেই।’ স্ত্রী জিল বাইডেনের সঙ্গে তোলা একটি ছবিও জুড়ে দেন তিনি।

‘ভালোবাসা ও সহানুভূতির জন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ,’ তিনি যোগ করেন।

বাইডেনের দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার চিকিৎসকের কাছে গেলে প্রস্রাবজনিত উপসর্গের ভিত্তিতে পরীক্ষা করে তার প্রস্টেটে একটি গাঁট (নডিউল) পাওয়া যায় এবং তখনই ক্যানসার শনাক্ত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, ‘যদিও এটি একটি তুলনামূলকভাবে বেশি আক্রমণাত্মক ক্যানসার, তবে এটি হরমোন-সংবেদনশীল হওয়ায় কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রেসিডেন্ট ও তার পরিবার চিকিৎসকদের সঙ্গে সম্ভাব্য চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করছেন।’

প্রতিদ্বন্দ্বী হলেও ডোনাল্ড ট্রাম্প এই খবরে দুঃখ প্রকাশ করেন। রোববার ট্রুথ সোশালে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘আমরা জিল ও পরিবারের প্রতি আমাদের আন্তরিক সহানুভূতি জানাই এবং জো-র দ্রুত ও সফল আরোগ্য কামনা করি।’

প্রোস্টেট ক্যান্সার যুক্তরাষ্ট্রে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়। আমেরিকান ক্যানসার সোসাইটির তথ্যমতে, দেশটির প্রতি আটজন পুরুষের একজন জীবদ্দশায় এই রোগে আক্রান্ত হন।

যদিও প্রাথমিক অবস্থায় শনাক্ত হলে এটি চিকিৎসাযোগ্য, তবে মৃত্যুর দিক থেকে এটি যুক্তরাষ্ট্রে পুরুষদের মধ্যে দ্বিতীয় শীর্ষ ক্যান্সার।

এই রোগের চিকিৎসায় হরমোন থেরাপি ব্যবহার করা হয়, যা টিউমার সংকুচিত করে ও রোগের গতি ধীর করে দেয়। তবে এটি কোনো চূড়ান্ত নিরাময় নয়।