বাসস
  ১৮ মে ২০২৫, ১৫:১১

ইরানে শিয়া মাজারে হামলার ঘটনায় ৩ জনের মৃত্যুদণ্ড

ঢাকা, ১৮ মে, ২০২৫ (বাসস) : ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজে শিয়া সম্প্রদায়ের একটি মাজারে ভয়াবহ হামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে মৃত্যুদণ্ড এবং আরো বেশ ক’জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার বিচার বিভাগ এ তথ্য জানায়।

তেহরান থেকে এএফপি জানায়, ২০২২ সালের অক্টোবর ও ২০২৩ সালের আগস্টে ফার্স প্রদেশের রাজধানীতে শাহ চেরাগের মাজারে দু’দফা গুলিবর্ষণে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় এই সাজা দেওয়া হয়। ইসলামিক স্টেট (আইএস) গোষ্ঠী এসব হামলার দায় স্বীকার করে।

ফার্সের প্রধান বিচারপতি সদরোল্লাহ রাজাই-নাসাবকে উদ্ধৃত করে বিচার বিভাগের মিজান অনলাইন ওয়েবসাইট জানায়, শিরাজ বিপ্লবী আদালতে বিচারের পর, ‘পৃথিবীতে দুর্নীতি ছড়ানো’য়  সহায়তার জন্য এই তিনজনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।’

‘সর্বশক্তিমানের বিরুদ্ধে শত্রুতা’ মৃত্যুদণ্ডমূলক অপরাধ বলে উল্লেখ করে তিনি বলেন, ‘মোহরেবেহে বা সর্বশক্তিমানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করায়’ সহায়তা ও মদদদান করার জন্য তাদের ক’জনকে ২৫ বছরের কারাদণ্ডও দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, জিহাদি আইএসের আরো দুই অভিযুক্ত সদস্যকে শাহ চেরাগ সন্ত্রাসী ঘটনায় তাদের সহযোগিতা ও মদদের জন্য ১৫ বছর ও ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দুজন নারীকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ইসলামী নমনীয়তার ভেতর থেকে তারা তাদের বাড়ির এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থেকে সাজা ভোগ করবে।

রাজাই-নাসাব বলেন, অস্ত্র পাচার সম্পর্কিত অভিযোগসহ মামলার অন্যান্য অংশ পর্যালোচনাধীন রয়েছে এবং কিছু রায় ইরানের সুপ্রিম কোর্টে আপিল করা হয়েছে।

২০২৩ সালের জুলাই মাসে, ইরান মাজারে প্রথম হামলার জন্য জনসমক্ষে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

দ্বিতীয় হামলার পর, ২০২৩ সালের আগস্টে বিচার বিভাগ বলেছিল, নিরাপত্তা বাহিনী নয়জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা সকলেই বিদেশি এবং পরে পরের মাসে একজন তাজিক আইএস সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছে।