বাসস
  ১৭ মে ২০২৫, ১৬:৩৫

বলিভিয়ার প্রেসিডেন্ট প্রার্থী ক্ষমতাসীন দলের স্বরাষ্ট্রমন্ত্রী ডেল কাস্টিলো 

ঢাকা, ১৭ মে, ২০২৫ (বাসস): বলিভিয়ার শাসক দল ‘মুভমেন্ট টুওয়ার্ডস স্যোশালিজম’ (এমএএস) স্বরাষ্ট্রমন্ত্রী এডুয়ার্ডো ডেল কাস্টিলোকে আগামি আগস্টে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে তাদের প্রার্থী হিসেবে ঘোষণা করেছে।

শুক্রবার দেশটির প্রশাসনিক রাজধানী লা পাজ থেকে এএফপি জানায়, মাত্র কিছুদিন আগেই বর্তমান প্রেসিডেন্ট লুইস আর্স জানান, তিনি পুনর্নির্বাচনে অংশ নেবেন না।

বর্তমানে চরম অর্থনৈতিক সংকট ও ব্যাপক বিক্ষোভের মধ্যে পড়েছে দেশটি। এর ফলে প্রেসিডেন্টের জনসমর্থনও কমে গেছে।

৩৬ বছর বয়সী ডেল কাস্টিলো একজন আইনজীবী। ২০২০ সালে আর্স ক্ষমতায় আসার পর থেকেই তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন।

শুক্রবার লা পাজের প্রধান চত্বরে এমএএস দলের এক সমাবেশে ডেল কাস্টিলোর প্রার্থিতা ঘোষণা করেন দলীয় নেতা গ্রোভার গার্সিয়া।

গার্সিয়া বলেন, ‘আমাদের সামাজিক সংগঠনগুলোর সঙ্গে পরামর্শ করে আমরা কমরেড এডুয়ার্ডো ডেল কাস্টিলোকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দিচ্ছি।’

অপরদিকে ডেল কাস্টিলোর সঙ্গে বলিভিয়ার প্রথম আদিবাসী প্রেসিডেন্ট ইভো মোরালেসের তীব্র রাজনৈতিক দ্বন্দ্ব চলছে। মোরালেস বর্তমানে নাবালিকা পাচারে অভিযুক্ত। ২০১৯ সালে টানা ১৩ বছর রাষ্ট্রক্ষমতায় থাকার পর তিনি চতুর্থ মেয়াদে থাকতে গিয়ে দেশজুড়ে বিশৃঙ্খলা তৈরি হলে পদত্যাগ করেন।

৬৫ বছর বয়সী মোরালেস অভিযোগ করেছেন, ডেল কাস্টিলো তাকে রাজনীতি থেকে দূরে রাখার ষড়যন্ত্র করছেন।

ক্ষমতায় থাকার সময় এক কিশোরীর সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে গত অক্টোবরে মোরালেসের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে প্রসিকিউশন।

মোরালেস আনীত অভিযোগ অস্বীকার করেছেন। তিনি আর্সের বিরুদ্ধেও বিচার ব্যবস্থাকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করার অভিযোগ করেছেন।

চতুর্থ মেয়াদে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে আইনত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, মোরালেস ১৭ আগস্টের নির্বাচনে প্রেসিডেন্ট পদে তার প্রার্থিতা দাখিল করার প্রতিশ্রুতি দিয়েছেন।

বামপন্থী এমএএস দলের বিপরীতে ডান ও মধ্যপন্থী বিরোধী দলগুলোরও একাধিক প্রার্থী রয়েছে নির্বাচনে।