বাসস
  ১৬ মে ২০২৫, ১৪:৫৭

শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের আলোচনায় বসছে দক্ষিণ কোরিয়া

ঢাকা, ১৬ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও শুল্কসংক্রান্ত আলোচনা শুরু করতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া। শুক্রবার দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে এ আলোচনা হওয়ার কথা রয়েছে। সিউলের এক সরকারি কর্মকর্তা এএফপিকে এ তথ্য জানান।

গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বেশিরভাগ বাণিজ্য অংশীদারের ওপর নতুন করে ব্যাপকহারে শুল্ক আরোপের ঘোষণা দেন। এতে বিশ্ব বাণিজ্য ব্যবস্থায় উদ্বেগ তৈরি হয়। এই প্রেক্ষাপটে এপেকভুক্ত শীর্ষ অর্থনীতির বাণিজ্যমন্ত্রীরা জেজু দ্বীপে সম্মেলনে অংশ নিচ্ছেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়, সম্মেলনের ফাঁকে একাধিক মন্ত্রীকে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এর মধ্যে অন্যতম চীনের আন্তর্জাতিক বাণিজ্য প্রতিনিধি লি চেংগাংু। কয়েকদিন আগেই জেনেভায় গ্রিয়ারের সঙ্গে বৈঠক করে ৯০ দিনের জন্য পাল্টা শুল্ক কমানোর বিষয়ে সমঝোতায় পৌঁছান তিনি।

গ্রিয়ারের সঙ্গে শুক্রবার বৈঠকের কথা রয়েছে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য ও শিল্পমন্ত্রী আন ডুক-গিউনের। সিউলের আশা, এই আলোচনায় যুক্তরাষ্ট্রের শুল্ক এড়াতে তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করতে পারবে।

দুপক্ষ এর আগে গত এপ্রিলের শেষ দিকে ওয়াশিংটনে বৈঠক করে। তখন দক্ষিণ কোরিয়া "জুলাই প্যাকেজ" নামে একটি প্রস্তাব দেয়, যেখানে শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল।

গত বছর যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৬৬ বিলিয়ন ডলার, যা ভিয়েতনাম, তাইওয়ান ও জাপানের পর চতুর্থ। এই বিশাল উদ্বৃত্তের কারণেই ট্রাম্প প্রশাসনের লক্ষ্যবস্তুতে পরিণত হয় মিত্র দক্ষিণ কোরিয়াও।

রপ্তানিনির্ভর অর্থনীতির দেশটি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া ২৫ শতাংশ গাড়ি শুল্কের কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণ কোরিয়ার মোট রপ্তানির ২৭ শতাংশ আসে যুক্তরাষ্ট্রে গাড়ি রপ্তানি থেকে।

গত মাসে ট্রাম্প দক্ষিণ কোরিয়ার রপ্তানিপণ্যের ওপর বাড়তি ২৫ শতাংশ পর্যন্ত “পারস্পরিক শুল্ক” আরোপের ঘোষণা দিলেও তা জুলাইয়ের শুরু পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
সিউল চায় আলোচনায় সুবিধা আদায়ে দক্ষিণ কোরিয়া আরও বেশি পরিমাণে মার্কিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রতিশ্রুতি এবং জাহাজ নির্মাণ খাতে সহযোগিতার প্রস্তাব দিতে। কারণ এ খাতে দক্ষিণ কোরিয়ার অবস্থান চীনের পরই।

শুক্রবার সকালে গ্রিয়ার দক্ষিণ কোরিয়ার সর্ববৃহৎ জাহাজ নির্মাতা এইচডি হুন্দাইয়ের ভাইস চেয়ারম্যান চুং কি-সানের সঙ্গে বৈঠক করেন। এইচডি হুন্দাই এক বিবৃতিতে জানায়, এটাই কোনো মার্কিন বাণিজ্য প্রতিনিধির সঙ্গে দক্ষিণ কোরিয়ার জাহাজ নির্মাণ শিল্পের প্রতিনিধিদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
বৈঠকে যুক্তরাষ্ট্রের শিপবিল্ডার হানটিংটন ইঙ্গালস ইন্ডাস্ট্রিজের সঙ্গে সহযোগিতা নিয়েও আলোচনা হয়েছে।

এছাড়া, দক্ষিণ কোরিয়ার গ্রিয়ারের জাহাজ রক্ষণাবেক্ষণ ও মেরামতুসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হানহোয়া ওশানের সিইও-র সঙ্গেও বৈঠকের কথা রয়েছে, যারা মার্কিন নৌবাহিনীর জাহাজে সার্ভিস দেয়।

খবরে আরো বলা হয়, শুক্রবার সকালে হানহোয়া ওশানের শেয়ারমূল্য প্রায় ৩ শতাংশ এবং এইচডি হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজুএর শেয়ারমূল্য ৩.৬ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়।