শিরোনাম
ঢাকা, ১৬ মে, ২০২৫ (বাসস) : দুই দশক পুরোনো পারমাণবিক বিদ্যুৎ পরিত্যাগের প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বেলজিয়াম। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট নতুন পারমাণবিক চুল্লি নির্মাণের পথ উন্মুক্ত করে পুরোনো আইন বাতিল করেছে।
ব্রাসেলস থেকে এএফপি জানায়, বৃহস্পতিবার ব্রাসেলসে ভোটাভুটিতে নতুন রক্ষণশীল নেতৃত্বাধীন জোট সরকারের পারমাণবিক শিল্প পুনর্জাগরণের পরিকল্পনাকে সমর্থন জানায় সংসদ। ১০২ জন আইনপ্রণেতা পক্ষে ভোট দেন, বিপক্ষে ৮ জন এবং বিরত থাকেন ৩১ জন।
বেলজিয়ামের জ্বালানিমন্ত্রী ম্যাথিউ বিহে বলেন, 'ফেডারেল পার্লামেন্ট দুই দশকের অচলাবস্থার ইতি টেনে একটি বাস্তবসম্মত ও স্থিতিশীল জ্বালানি মডেলের পথে যাত্রা শুরু করল।'
২০০৩ সালের যে আইনে ২০২৫ সালের মধ্যে দেশের বিদ্যমান পারমাণবিক চুল্লিগুলো ধাপে ধাপে বন্ধ করার পরিকল্পনা ছিল এবং নতুন বিদ্যুৎ উৎপাদনের অনুমতি নিষিদ্ধ ছিল—সেই আইন এবার বাতিল করা হলো।
এর আগে ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের পর সৃষ্ট জ্বালানি সংকটের কারণে এই সময়সীমা ১০ বছর পিছিয়ে দেওয়া হয়েছিল। গ্যাসের দাম বেড়ে যাওয়ায় পারমাণবিক জ্বালানির প্রতি নতুন করে আগ্রহ দেখা দেয়।
আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) তথ্যমতে, ১৯৭০-এর দশকের তেল সংকটের পর পারমাণবিক শক্তির প্রতি বৈশ্বিক আগ্রহ বর্তমানে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে।
নেদারল্যান্ডস ও সুইডেন নতুন পারমাণবিক প্ল্যান্ট নির্মাণের পরিকল্পনা করছে। ইতালি ২৫ বছর পর পারমাণবিক জ্বালানিতে ফিরে যাওয়ার পথ উন্মুক্ত করেছে এ বছরের শুরুতে।
বিহে বলেন, 'এটি শুধু একটি জ্বালানি সংস্কার নয়; বরং আমাদের দেশের অর্থনৈতিক, পরিবেশগত ও কৌশলগত ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।'
সাত মাসব্যাপী কঠিন আলোচনার পর গঠিত নতুন বেলজিয়ান জোট সরকার ফেব্রুয়ারিতে দায়িত্ব নেয়। সরকারে এ পরিবর্তন দেশটিতে ডানপন্থী ঘরানার উত্থানকে নির্দেশ করে।
পারমাণবিক শক্তি বিষয়ে এই ইউটার্ন ছিল জোট চুক্তির অন্যতম শর্ত।
বর্তমানে বেলজিয়ামে ফরাসি প্রতিষ্ঠান এঁজি পরিচালিত দুটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছ—প্রতিটিতে দুটি করে সক্রিয় চুল্লি রয়েছে।
আইইএর তথ্য অনুযায়ী, দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের ৪০ শতাংশই আসে পারমাণবিক জ্বালানি থেকে; গ্যাস থেকে আসে ২১ শতাংশ এবং বায়ু থেকে ১৯ শতাংশ।
বিহে স্থানীয় বেল আরটিএল রেডিওকে বলেন, সরকার পারমাণবিক জ্বালানির অংশ আরও বাড়াতে চায়, তবে এঁজি-র সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে তাদের আগ্রহ ও পরিকল্পনা বোঝার জন্য।
এঁজি জানিয়েছে, তারা ২০২২ সালের চুক্তি অনুযায়ী দুটি চুল্লির কার্যকাল বাড়ানোর কাজ করছে, তবে বেলজিয়ামে পারমাণবিক জ্বালানি এখন আর তাদের কৌশলগত পরিকল্পনার অংশ নয়।