শিরোনাম
ঢাকা, ১৬ মে, ২০২৫ (বাসস): মিশ্র ধরনের অর্থনৈতিক তথ্য প্রকাশের পর বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বেশিরভাগ সূচক ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে। বাজার এখন ওয়াশিংটনের পক্ষ থেকে নতুন বাণিজ্য চুক্তি সংক্রান্ত ঘোষণার অপেক্ষায় রয়েছে।
নিউইয়র্ক থেকে এএফপি এ খবর জানিয়েছে।
সরকারি তথ্য অনুযায়ী, এপ্রিল মাসে যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রয় প্রায় অপরিবর্তিত ছিল, অন্যদিকে পাইকারি পর্যায়ে মূল্যস্ফীতি প্রত্যাশার বিপরীতে কিছুটা হ্রাস পেয়েছে।
বি. রাইলি ওয়েলথ ম্যানেজমেন্টের আর্ট হোগান বলেন, ‘আমরা আবার এমন এক পর্যায়ে ফিরে এসেছি যেখানে বাণিজ্য সংক্রান্ত খবরই বাজারে প্রধান ভূমিকা রাখছে।’
বৃহস্পতিবার দিনশেষে ডাও জোন্স ইন্ডাস্ট্রিয়াল এভারেজ ০.৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪২,৩২২.৭৫ পয়েন্টে।
ব্যাপকভিত্তিক এসঅ্যান্ডপি ৫০০ সূচক ০.৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৫,৯১৬.৯৩ পয়েন্টে। তবে প্রযুক্তিভিত্তিক ন্যাসডাক কম্পোজিট সূচক ০.২ শতাংশ হ্রাস পেয়ে ১৯,১১২.৩২ পয়েন্টে দাঁড়িয়েছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক শুল্ক নীতিতে নমনীয়তা এবং ব্রিটেন ও চীনের সঙ্গে বাণিজ্য উত্তেজনা হ্রাসের ঘোষণা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে, হোগান সতর্ক করে বলেন, ‘২০২৫ সালের শেষভাগে উচ্চ শুল্কের দিকে নীতিগত পরিবর্তনের সম্ভাবনা থাকায় বাজার মুদ্রাস্ফীতির সম্ভাব্য আঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে।’
ইউনাইটেড হেলথ এক বিবৃতিতে জানিয়েছে, তারা এখনো বিচার বিভাগের পক্ষ থেকে কোনো তদন্তের বিষয়ে অবহিত নয়। বিবৃতিতে তারা ওই প্রতিবেদনে প্রকাশিত তথ্যকে ‘কঠোর দায়িত্বজ্ঞানহীন’ বলে সমালোচনা করেছেন।
এদিকে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ এর এক প্রতিবেদনে জানায়, স্বাস্থ্যখাতের প্রধান প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ একটি সম্ভাব্য মেডিকেয়ার জালিয়াতির অভিযোগে মার্কিন ফৌজদারি তদন্তের সম্মুখীন হয়েছে। এতে ইউনাইটেড হেলথের শেয়ার মূল্য ১১ শতাংশের বেশি হ্রাস পেয়েছে।
তবে ইউনাইটেড হেলথ এক বিবৃতিতে জানায়, তারা বিচার বিভাগের কাছ থেকে কোনো আনুষ্ঠানিক অবহিতকরণ পায়নি এবং প্রতিবেদনটিকে ‘কঠোর দায়িত্বজ্ঞানহীন’ বলে মন্তব্য করেছেন।
ওয়ালমার্ট জানিয়েছে, শুল্কের কারণে পণ্যের দামে বাড়তি চাপ পড়তে পারে, যা কোম্পানির ওপর বোঝা হয়ে দাঁড়াচ্ছে। এই ঘোষণার পর কোম্পানির শেয়ারের দাম ০.৪ শতাংশ হ্রাস পেয়েছে।
খেলাধুলা সংশ্লিষ্ট পণ্য বিক্রেতা ডিক’স স্পোর্টিং গুডস প্রায় ২.৪ বিলিয়ন ডলারে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ফুট লকার অধিগ্রহণের ঘোষণা দিলে তার শেয়ার মূল্যও ১৪.৬ শতাংশ কমে যায়। বিপরীতে, ফুট লকারের শেয়ার মূল্য ৮৫.৭ শতাংশ বেড়েছে।