বাসস
  ১৫ মে ২০২৫, ২১:৫৩

পোপ লিওর অভিষেক ম্যাসে যোগ দেবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট: হোয়াইট হাউস

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস) : যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পোপ চতুর্দশ লিওর অভিষেক উপলক্ষে আয়োজিত পবিত্র ম্যাসে অংশ নেবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

ওয়াশিংটন থেকে এএফপি জানায়, বিশ্বব্যাপী ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মীয় নেতা হিসেবে পোপ লিওর অভিষেক ম্যাস শিগগিরই ভ্যাটিকান সিটিতে অনুষ্ঠিত হবে।

হোয়াইট হাউস এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ভ্যাটিকানের মধ্যে দীর্ঘদিনের কূটনৈতিক ও ধর্মীয় সম্পর্কের অংশ হিসেবেই ভাইস প্রেসিডেন্ট এই সফরে অংশ নিচ্ছেন।