বাসস
  ১৫ মে ২০২৫, ১৪:২২
আপডেট : ১৫ মে ২০২৫, ১৬:৩৭

ফিলিস্তিনে ইসরাইলি হামলায় নিহত ৫০

ঢাকা, ১৫ মে, ২০২৫ (বাসস): যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনি অঞ্চলে বৃহস্পতিবার ইসরাইলের কয়েকটি পৃথক হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে।

গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থার উদ্ধৃতি দিয়ে গাজা সিটি থেকে এএফপি এ তথ্য জানায়।

সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, গাজা সিটির দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে ভোরের এক হামলার পর কমপক্ষে ১৩ জনকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।

গাজা উপত্যকা জুড়ে ১২টি হামলায় আরো ৩৫ জন নিহত হয়েছে।

বাসাল আরো বলেন, গাজার দক্ষিণে কামানের গোলাবর্ষণে এক নারী ও বন্দুকযুদ্ধে একজন পুরুষ নিহত হয়েছে।

ইসরায়েল সরকার এই মাসের শুরুতে আক্রমণ সম্প্রসারণের পরিকল্পনা অনুমোদন করেছে এবং গাজা ‘বিজয়ের’ কথা জানিয়েছে।