শিরোনাম
ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : ইউক্রেনের ওপর ‘একতরফা শান্তি’ চাপিয়ে দেওয়ার যেকোনো চেষ্টাই অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন জার্মানির নতুন চ্যান্সেলর ফ্রিডরিশ মের্ৎস।
বার্লিন থেকে এএফপি জানায়, তিনি বুধবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘শান্তি তখনই টেকসই হয় যখন তা ন্যায়ের ভিত্তিতে হয়। একতরফাভাবে রুশ শর্তে সংঘাতের ইতি টানা—এটা হবে ইউক্রেনের আত্মসমর্পণের নামান্তর।’
মের্ৎস আরও বলেন, ‘আমরা জোর দিয়ে বলছি—এই যুদ্ধের সমাপ্তি কোনোভাবেই থোপানো শান্তির মাধ্যমে হওয়া উচিত নয়, বরং আলোচনার মাধ্যমে, যাতে ইউক্রেনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা নিশ্চিত হয়।’
তিনি রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপের ঐক্যবদ্ধ প্রতিক্রিয়ার প্রশংসা করে বলেন, ‘আমরা একটি দীর্ঘস্থায়ী ও ন্যায্য শান্তি চাই। একে অপরের ওপর চাপ তৈরি করে নয়, বরং আন্তর্জাতিক আইন মেনে।’
মের্ৎস আগামী সপ্তাহে কিয়েভ সফরের পরিকল্পনার কথাও জানান।