শিরোনাম
ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : খরচ কমাতে ১ হাজার ৭০০ কর্মী ছাঁটাই করতে যাচ্ছে ব্রিটিশ বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড বারবেরি।
বুধবার কোম্পানিটি এক বিবৃতিতে জানিয়েছে, গেল অর্থবছরে তারা বড় ধরনের লোকসানের মুখে পড়েছে।
লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
বিবৃতিতে বলা হয়, গত ৩১ মার্চ ব্রিটিশ অর্থবছর শেষ হয়। ওই অর্থবছরে ১২ মাসে কোম্পানিটি ৭ কোটি ৫০ লাখ পাউন্ড (৯৯.৮ মিলিয়ন মার্কিন ডলার) নিট লোকসানে পড়েছে। তবে আগের অর্থবছরে একই সময়ে বেরবেরি ২৭ কোটি পাউন্ড মুনাফা অর্জন করেছিল।