শিরোনাম
ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : বুধবার আইইএ জানিয়েছে, মার্কিন শুল্ক নীতির কারণে বাণিজ্য ও শিল্প নীতি সম্পর্কে বিরাজমান অনিশ্চয়তা বৈদ্যুতিক গাড়ির বিক্রি বৃদ্ধিকে ব্যাহত করবে না। এই বছর বিক্রি হওয়া চারটি যানবাহনের মধ্যে একটি বৈদ্যুতিক যানবাহন বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।
প্যারিস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।
আন্তর্জাতিক শক্তি সংস্থা (আইইএ) তাদের বার্ষিক প্রতিবেদনে বৈদ্যুতিক যানবাহনের গ্রহণের সম্ভাবনা সম্পর্কে ইঙ্গিত দিয়ে বলেছে, জলবায়ু পরিবর্তনজনিত নির্গমন কমানোর প্রচেষ্টার একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং ক্রমবর্ধমান ক্রয়ক্ষমতা এবং কম পরিচালন ব্যয় হওয়ায় বৈদ্যুতিক যানবাহন বিক্রি বৃদ্বি পাবে।
আইইএ’র নির্বাহী পরিচালক ফাতিহ বিরল বলেন এক বিবৃতিতে বলেন, ‘আমাদের তথ্য এবং প্রতিবেদনে থেকে দেখা যায়, উল্লেখযোগ্য অনিশ্চয়তা সত্ত্বেও, বিশ্বব্যাপী বৈদ্যুতিক বাহনগুলোর প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে’।
তিনি আরো বলেন, ‘এই বছর, আমরা আশা করছি বিশ্বব্যাপী বিক্রি হওয়া চারটি গাড়ির মধ্যে একটিরও বেশি বৈদ্যুতিক গাড়ি বিক্রি হবে।’ অনেক উদীয়মান অর্থনীতির দেশে প্রবৃদ্ধি ত্বরান্বিত হচ্ছে।
‘এই দশকের শেষ নাগাদ, ইভি ক্রমশ সাশ্রয়ী হওয়ায় এটি পাঁচটি গাড়ির মধ্যে দুটিরও বেশি বিক্রি হবে।’
আইইএ গত বছর প্লাগ-ইন হাইব্রিডসহ ইভি-এর বিক্রি ১ কোটি ৭০ লাখেরও বেশি বলে জানিয়েছে। কারণ, ২০২৩ সাল থেকে বিক্রি ৩৫ লাখেরও বেশি বেড়েছে।
আইইএ আশা করছে, বিশ্বব্যাপী প্রথম প্রান্তিকে ইভি বিক্রি ৩৫ শতাংশ বৃদ্ধি পাওয়ায় চলতি বছর ২০ মিলিয়নেরও বেশি ইভি বিক্রি হবে বলে আশা করা হচ্ছে।
চীন বৈদ্যুতিক যানবাহনের দিকে অগ্রসর হওয়ার ধারা অব্যাহত রেখেছে, যা গত বছর বিশ্বব্যাপী বিক্রির প্রায় দুই-তৃতীয়াংশ এবং বিশ্বব্যাপী উৎপাদনের ৭০ শতাংশেরও বেশি।
আইইএ প্রতিবেদনে আরো বলা হয়েছে, ‘চীনে, গত বছর বিক্রি হওয়া সমস্ত বৈদ্যুতিক গাড়ির দুই-তৃতীয়াংশের দাম প্রণোদনা ছাড়াই তাদের প্রচলিত সমতুল্য গাড়ির তুলনায় কম ছিল।’
তবে অন্যান্য অনেক বাজারে ক্রয়মূল্যের মধ্যে যথেষ্ট ব্যবধান রয়ে গেছে।
মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যাটারি চালিত বৈদ্যুতিক গাড়ি এখনও ৩০ শতাংশ বেশি ব্যয়বহুল।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২০২৪ সালে চীনে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বছরে প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা সামগ্রিকভাবে প্রতি দুটি গাড়ির মধ্যে প্রায় একটিতে দাঁড়িয়েছে।