বাসস
  ১৪ মে ২০২৫, ১৩:০০

মার্কিন বিচারকের বিরুদ্ধে অনথিভুক্ত অভিবাসী রক্ষার অভিযোগ

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : মার্কিন ফেডারেল গ্র্যান্ড জুরি অভিবাসন এজেন্টদের কাছ থেকে একজন অনথিভুক্ত অভিবাসীকে আড়াল করা এবং যখন হেফাজতে নেওয়া হয়েছিল তখন তাকে গ্রেপ্তার এড়াতে সাহায্য করার অভিযোগে মঙ্গলবার উইসকনসিনের একজন বিচারককে অভিযুক্ত করেছে। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানুয়ারিতে ক্ষমতায় আসার পর থেকে তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী অনথিভুক্ত অভিবাসীদের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছেন। তিনি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করছেন না বলে, বেশ ক’টি আদালত যুক্তি দিয়েছেন। তবে ট্রাম্প তা আমল দেননি।

৬৬ বছর বয়সী মিলওয়াকি কাউন্টির সার্কিট বিচারক হান্না ডুগানকে গত মাসে গ্রেফতার করা হয় এবং এই মামলায় দোষী সাব্যস্ত হলে তাকে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ডের মুখোমুখি হতে হবে। মামলাটি দেশটিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

ডুগানের বিরুদ্ধে একজন মেক্সিকান নাগরিককে তার আদালত কক্ষ থেকে পালাতে সাহায্য করার অভিযোগ রয়েছে। অন্যান্য ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে ইমিগ্রেশন কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টরা হলওয়েতে ওই ব্যক্তিকে আটক করতে চাইছেন বলে জানার পর তিনি এই ব্যবস্থা করেন।  

ডুগানের গ্রেফতারের ফলে ডেমোক্র্যাটরা সমালোচনার ঝড় তুলেছে এবং কিছু রিপাবলিকান তাতে হাততালি দিচ্ছে।

মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি ডুগানের গ্রেফতারের পক্ষে কথা বলেছেন। ‘আমরা তোমাকে খুঁজে বের করব’ বলে অবৈধ অভিবাসীদের আশ্রয় দিতে পারে এমন ব্যক্তিদের প্রতি এক ভয়ঙ্কর সতর্কবার্তা জারি করেছেন। ফক্স নিউজকে বন্ডি বলেন, ‘আমরা আজ একটি খুব কঠোর বার্তা পাঠাচ্ছি।’
চার্জিং ডকুমেন্টগুলোয় এপ্রিল মাসে ডুগানের আদালতে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে। ফেডারেল এজেন্টরা ৩০ বছর বয়সী অভিবাসী এডুয়ার্ডো ফ্লোরেস-রুইজকে গ্রেফতার করতে এলে বিচারক ‘দৃশ্যত বিরক্ত ও রাগান্বিত আচরণ’ প্রদর্শন করেন বলে অভিযোগ করা হয়েছে। এজেন্টদের হাত থেকে ফ্লোরেস-রুইজকে রক্ষা করার উদ্দেশে ডুগান তাকে জুরি সদস্যদের  ব্যবহার্য্য একটি দরজা দিয়ে আদালত কক্ষ থেকে বের হয়ে যেতে সাহায্য করেন।

মামলার ফৌজদারি অভিযোগে বলা হয়েছে, ফ্লোরেস-রুইজ ভবনের বাইরে বেরিয়ে আসেন, কিন্তু আইন প্রয়োগকারী কর্মকর্তাদের হাত থেকে পালানোর চেষ্টা করার সময় তাকে গ্রেফতার করা হয়।

মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে বেশ কজন ফেডারেল ও রাজ্য বিচারক ট্রাম্পের বেশ ক’টি নির্বাহী পদক্ষেপ স্থগিত রেখেছেন। বিশেষ করে অভিবাসীদের বহিষ্কারে নজিরবিহীন ক্ষমতা প্রয়োগের প্রচেষ্টার সাথে সম্পর্কিত রায়গুলো স্থগিত রাখা হয়েছে।

ফেডারেল বিচারক, অধিকার গোষ্ঠী ও ডেমোক্র্যাটদের  মাথাব্যথা কারণ হয়ে দাঁড়িয়েছে ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ। তাদের মতে, ট্রাম্প অভিবাসীদের তাড়াহুড়ো করে, কখনও কখনও শুনানি ছাড়াই, সাংবিধানিকভাবে স্বীকৃত অধিকার পদদলিত করেছেন বা উপেক্ষা করেছেন।

২০১৬ সালে বেঞ্চে নির্বাচিত ডুগান, বৃহস্পতিবারের জন্য নির্ধারিত পরবর্তী শুনানিতে দোষী সাব্যস্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে।

তার আইনজীবীদের এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, ‘বিচারক ডুগান তাকে নির্দোষ বলে দাবি করছেন এবং আদালতে নিজেকে নির্দোষ প্রমাণিত করার চেষ্টা চালাচ্ছেন।’