বাসস
  ১৪ মে ২০২৫, ১২:০৭

আলবেনিয়ার নির্বাচনে বড় জয় পেলেন প্রধানমন্ত্রী এদি রামা

ঢাকা, ১৪ মে, ২০২৫ (বাসস) : আলবেনিয়ার পার্লামেন্ট নির্বাচনে বড় ধরনের জয় পেয়েছে প্রধানমন্ত্রী এদি রামার নেতৃত্বাধীন সোশ্যালিস্ট পার্টি। মঙ্গলবার (স্থানীয় সময়) রাতে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) প্রকাশিত আনুষ্ঠানিক ফলাফলে এ তথ্য জানা গেছে।

তিরানা থেকে এএফপি জানায়, রোববারের ভোটে সোশ্যালিস্ট পার্টি পেয়েছে ৫২.১ শতাংশ ভোট, যেখানে বিরোধীদলীয় জোট—প্রধান প্রতিদ্বন্দ্বী সালি বেরিশার নেতৃত্বাধীন ডেমোক্রেটিক পার্টি—পেয়েছে ৩৪.২ শতাংশ ভোট।

যদিও প্রবাসীদের ভোট এখনও গণনা হয়নি, তবে প্রাথমিক ফলাফলে সেখানে রামার এগিয়ে থাকার ইঙ্গিত মিলেছে।

প্রক্ষেপণ অনুযায়ী, এবার সোশ্যালিস্ট পার্টি ২০২১ সালের তুলনায় আরও বেশি আসন পেতে পারে। ওই নির্বাচনে দলটি ১৪০ আসনের সংসদে ৭৪টি আসন পেয়েছিল।

তিনবারের প্রধানমন্ত্রী ৬০ বছর বয়সী এদি রামা এবারের নির্বাচনী প্রচারে ইউরোপীয় সংহতকরণকে প্রাধান্য দেন। তার প্রতিদ্বন্দ্বী ডানপন্থী সালি বেরিশা আলবেনিয়ার প্রথম উত্তর-কমিউনিস্ট প্রেসিডেন্ট।

নির্বাচনী প্রচারে অর্থনীতি, পেনশন, মজুরি, অবকাঠামো ও পর্যটনের ওপর জোর দেওয়া হলেও দুর্নীতি ও সংঘবদ্ধ অপরাধের বিরুদ্ধে লড়াই নিয়েও দুই পক্ষের মধ্যে তীব্র বাকযুদ্ধ হয়। ইউরোপীয় ইউনিয়নে অন্তর্ভুক্তির পথে এগিয়ে যেতে এসব ইস্যুকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে বিবেচনা করা হয়।

৮০ বছর বয়সী বেরিশা মঙ্গলবার ভোটে অনিয়মের অভিযোগ তুলে বলেন, সোশ্যালিস্ট পার্টি ভীতি প্রদর্শন, জালিয়াতি ও ভোট কেনার মতো কাজে লিপ্ত ছিল।

তিনি বলেন, ‘এই ধরনের নির্বাচনের সঙ্গে কোনোভাবে আপোস করা সম্ভব নয়। না, এ বিষয়ে ভুলেও ভাববেন না।’

বেরিশা শুক্রবার রাজধানী তিরানায় বিক্ষোভের ডাক দিয়েছেন। সেদিনই শহরটিতে অনুষ্ঠিত হবে ইউরোপিয়ান পলিটিক্যাল কমিউনিটি সামিট, যেখানে উপস্থিত থাকবেন ইউরোপের শীর্ষ নেতারা।

নির্বাচনটি ইউরোপীয় ইউনিয়নের দৃষ্টিতে গুরুত্বপূর্ণ ছিল এবং এটিকে পশ্চিম বলকানের সবচেয়ে ইউরোপমুখী রাষ্ট্র আলবেনিয়ার গণতান্ত্রিক পরিপক্বতার পরীক্ষাও বলা হচ্ছে। একসময় দেশটি ছিল একনায়কতান্ত্রিক শাসনের অধীন।

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান কায়া ক্যালাস ও সম্প্রসারণ কমিশনার মার্তা কোস এক যৌথ বিবৃতিতে বলেন, ‘নির্বাচন সামগ্রিকভাবে অংশগ্রহণমূলক ও স্বচ্ছভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের দিন ছিল শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল, যদিও কিছু সীমাবদ্ধতা ছিল।’

সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই মঙ্গলবার রাতে আলবেনীয় প্রধানমন্ত্রী রামাকে অভিনন্দন জানান ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। তিনি রামাকে ‘আলবেনিয়ার সরকারের প্রধান হিসেবে পুনঃনিযুক্ত’ বলে অভিহিত করেন।

তাঁকে অভিনন্দন জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারও।

রোববারের ভোটে প্রায় ৪০টি রাজনৈতিক দল ৩৭ লাখ ভোটারের মন জয় করতে প্রতিদ্বন্দ্বিতা করে।