বাসস
  ১৩ মে ২০২৫, ১৪:৪৭
আপডেট : ১৩ মে ২০২৫, ১৬:১১

চীন বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে লাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান দেশগুলোর সাথে কাজ করতে প্রস্তুত : সি

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস) : চীনের প্রেসিডেন্ট সি চিন পিং মঙ্গলবার বলেছেন, চীন লাটিন আমেরিকান এবং ক্যারিবিয়ান দেশগুলোর সাথে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে, বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে দৃঢ়ভাবে রক্ষা করতে, বিশ্বব্যাপী শিল্প ও সরবরাহ শৃঙ্খলকে স্থিতিশীল ও  রাখতে এবং একটি উন্মুক্ত ও সহযোগিতামূলক আন্তর্জাতিক পরিবেশ রক্ষা করতে কাজ করতে প্রস্তুত। 

বেইজিং থেকে বার্তা সংস্থা সিনহুয়া এ খবর জানায়।

বেইজিংয়ে চীন-সিইএলএসি ফোরামের চতুর্থ মন্ত্রী পর্যায়ের বৈঠকের উদ্বোধনী অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদানকালে সি এ মন্তব্য করেন। 

তিনি আরো বলেন, উভয় পক্ষের উন্নয়ন কৌশলের সংযোগ জোরদার করা উচিত এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা এগিয়ে নেওয়া উচিত।

তিনি উভয় পক্ষকে অবকাঠামো, কৃষি ও শস্য, এবং জ্বালানি ও খনিজ সম্পদের মতো ঐতিহ্যবাহী ক্ষেত্রগুলোতে সহযোগিতা আরো গভীর করার এবং নবায়নযোগ্য জ্বালানি, ৫জি যোগাযোগ, ডিজিটাল অর্থনীতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান ক্ষেত্রগুলোতে সহযোগিতা সম্প্রসারণের আহ্বান জানান।

সি বলেন, চীন লাটিন আমেরিকা এবং ক্যারিবিয়ান দেশগুলো থেকে আরো উচ্চমানের পণ্য আমদানি করবে এবং চীনা উদ্যোগগুলোকে এই অঞ্চলে তাদের বিনিয়োগ সম্প্রসারণে উৎসাহিত করবে।