বাসস
  ১৩ মে ২০২৫, ১৩:৪৩

শুক্রবার পাঁচ ইউরোপীয় প্রতিরক্ষামন্ত্রীর বৈঠক রোমে 

ঢাকা, ১৩ মে, ২০২৫ (বাসস) : ইউরোপের পাঁচটি প্রধান সামরিক শক্তির প্রতিরক্ষা মন্ত্রীরা আগামী শুক্রবার ইতালিতে ইউক্রেনের প্রতি সমর্থন বিষয়ে আলোচনা করতে এক বৈঠকে মিলিত হবেন বলে আশা করা হচ্ছে। আয়োজক দেশ ইতালির প্রতিরক্ষামন্ত্রীর দপ্তর এ তথ্য জানিয়েছে।

রোম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

গতকাল সোমবার ইতালির প্রতিরক্ষামন্ত্রীর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইডো ক্রোসেটো ব্রিটেন, ফ্রান্স, জার্মানি এবং পোল্যান্ডের প্রতিরক্ষামন্ত্রীদের নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবার কথা রয়েছে। 

ইউক্রেনের নেতা ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার ইস্তাম্বুলে তার রাশিয়ান প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের সাথে সরাসরি আলোচনার জন্য প্রস্তুত থাকার কথা বলার পর এই ঘোষণা আসে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, তিনি আলোচনার জন্য তুরস্কে যাওয়ার কথা ‘চিন্তাভাবনা’ করছেন, তবে রাশিয়া পুতিন অংশ নেবেন কিনা তা জানা যায়নি।

ইউক্রেন ছাড়াও, ইউরোপীয় মন্ত্রীরা ইউরোপীয় প্রতিরক্ষা শক্তিশালী করার উপায়গুলো নিয়েও আলোচনা করবেন। যা ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর তাদের জন্য একটি অগ্রাধিকার।

ইতালির বিবৃতিতে বলা হয়েছে, শুক্রবার তাদের বৈঠক শেষে পাঁচমন্ত্রী যৌথ সংবাদ সম্মেলন করবেন বলে আশা করা হচ্ছে। 

শনিবার কিয়েভ এবং তার ইউরোপীয় মিত্ররা সোমবার থেকে ৩০ দিনের যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এটিকে দুই দেশের মধ্যে সরাসরি শান্তি আলোচনার পূর্বশর্ত বলে অভিহিত করেছে।

‘ব্যাপক নিষেধাজ্ঞার’ হুমকি সত্ত্বেও মস্কো সোমবার তাদের আহ্বান প্রত্যাখ্যান করেছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেন, ‘আল্টিমেটামের ভাষা রাশিয়ার কাছে অগ্রহণযোগ্য’। 

পরে তিনি বলেন, মস্কো এই সংঘাতের শান্তি অর্জনের জন্য ‘গুরুতর’ আলোচনা চায়।